Date: December 13, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / প্রযুক্তি / স্মার্ট সার্চ, ফোনে সহজে ফাইল খুঁজতে গুগলের

স্মার্ট সার্চ, ফোনে সহজে ফাইল খুঁজতে গুগলের

December 10, 2023 09:49:36 AM   ডেস্ক রিপোর্ট
স্মার্ট সার্চ, ফোনে সহজে ফাইল খুঁজতে গুগলের

ডেস্ক রিপোর্ট:

ফোনে থাকা ছবি, পিডিএফ ফরম্যাটসহ যেকোনো ফাইল সহজে খুঁজে পেতে গুগলের ফাইলস অ্যাপে নতুন একটি সুবিধা যুক্ত হতে যাচ্ছে। অ্যান্ড্রয়েড পুলিশের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, গুগল প্লে স্টোরে গুগল ফাইলসের লিস্টিংয়ে দেখা গেছে অ্যাপটি নতুন স্মার্ট সার্চ সুবিধা নিয়ে কাজ করছে। ফলে পিডিএফ বা ছবিসংক্রান্ত কোনো তথ্য লিখে খুব সহজেই ফোন থেকে এসব খুঁজে পাওয়া যাবে।

স্মার্ট সার্চ সুবিধা চালু করার পর ছবি বা পিডিএফে থাকা লেখা বা এ সংক্রান্ত যেকোনো তথ্য লিখে সার্চ করতে হবে। উদাহরণও দিয়েছে গুগল। ধরা যাক, কোনো রেস্তোরাঁয় গিয়ে ছবি তোলা হয়েছে। তখন শুধু রেস্তোরাঁর নাম লিখলেই সেখানে তোলা সব ছবি খুঁজে পাওয়া যাবে। অবশ্য এ সুবিধাটি আগে থেকেই গুগল ফটোজে ব্যবহার করা যেত। তবে এখন গুগলের ফাইলস অ্যাপেও সুবিধাটি যুক্ত হচ্ছে। ফলে ছবি ছাড়াও বিভিন্ন নথি খুব সহজেই কিওয়ার্ড দিয়ে সার্চ করা যাবে। শুধু তা–ই নয়, ফাইলের (যেমন টিকিট) নাম ভুলে গেলেও স্মার্ট সার্চ করে সহজে ফাইল খুঁজে পাওয়া যাবে। এখন ফাইলস অ্যাপে শুধু ফাইলের নাম বা ফাইলের নামসংক্রান্ত অক্ষর লিখে খোঁজা যায়।