Date: January 10, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সরিষাবাড়ীতে ট্রেন-ট্রাক সংঘর্ষ, আহত তিন: ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

সরিষাবাড়ীতে ট্রেন-ট্রাক সংঘর্ষ, আহত তিন: ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

January 08, 2025 12:21:18 PM   উপজেলা প্রতিনিধি
সরিষাবাড়ীতে ট্রেন-ট্রাক সংঘর্ষ, আহত তিন: ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনের সঙ্গে মালবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনায় ৫ ঘণ্টা রেলযোগাযোগ বন্ধ ছিল। এ দুর্ঘটনায় ট্রেনের চালকসহ তিনজন আহত হয়েছেন।

বুধবার (৮ জানুয়ারি) ভোরে পৌর এলাকার তালুকদার বাড়ি সংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ট্রেনের চালক সামছুল হক, ট্রাক চালক মজনু মিয়া এবং তার সহকারী কবির হোসেন রয়েছেন। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে ভূঞাপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের বরাতে জানা যায়, ভূঞাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ৩৮ আপ মেইল ট্রেনটি তালুকদার বাড়ি রেলক্রসিং পার হওয়ার সময় তারাকান্দি থেকে আসা সারবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষের ফলে ট্রেনটি ট্রাকটিকে প্রায় দুইশ মিটার দূরে টেনে নিয়ে যায়। এতে ট্রাকটি দুই টুকরো হয়ে পাশের খাদে পড়ে যায় এবং ট্রেনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা জানান, রেলক্রসিংয়ে কোনো দায়িত্বরত ব্যক্তি না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর প্রায় ৫ ঘণ্টা ভূঞাপুর-তারাকান্দি-সরিষাবাড়ী সড়কে রেলযোগাযোগ বন্ধ থাকে।

জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার দেওয়াম হারুন জানান, "সকাল থেকে সরিষাবাড়ি লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। ট্রাকটি সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।"

জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম জানান, "ট্রেন চলাচল স্বাভাবিক করতে ময়মনসিংহ থেকে একটি ইঞ্জিন আনা হয়। এ ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।"

এ ঘটনায় স্থানীয়রা রেলক্রসিংয়ে নিরাপত্তার ঘাটতির অভিযোগ তুলেছেন এবং সেখানকার নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।