![সরিষাবাড়িতে সমবায়ীদের সাথে সমবায় অফিসারের মতবিনিময়](/storage/news/sorishabari.jpeg)
সরিষাবাড়ী (জেলা প্রতিনিধি):
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় সমবায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা সমবায় অফিসার মো. আব্দুল হান্নান। বুধবার সরিষাবাড়ী উপজেলা সমবায় কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা সমবায় অফিসার মো: আ: হালিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার আব্দুল হান্নান।
এছাড়া সভায় বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল্লাহ (ভিপি শহিদ), উপসহকারী নিবন্ধক মোহাম্মদ আতিকুর রহমান, এবং পরিদর্শক মো: নজরুল ইসলাম ও আসলাম কবীর। সভায় উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন সমবায়ী বৃন্দ।
মতবিনিময় সভায় সমবায় খাতের উন্নয়ন, সমবায়ীদের সমস্যা ও তাদের প্রয়োজনীয় সহায়তা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সমবায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সরকারের পদক্ষেপ ও সহায়তার গুরুত্ব তুলে ধরেন। সভা শেষে উপস্থিত ব্যক্তিরা তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন এবং ভবিষ্যতে সমবায় খাতের উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।