সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন ময়দানে উপজেলা বিএনপির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে পৌরসভাসহ ৮ ইউনিয়নের নেতা-কর্মীরা বাদ্যযন্ত্র বাজিয়ে, নেচে গেয়ে অংশগ্রহণ করেন। সম্মেলন শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ এবং উদ্বোধক ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবু ওহাব আকন্দ এবং জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বাবুল।
এ সম্মেলনে আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদকে সভাপতি এবং মো. ফরিদুল কবীর তালুকদার শামীমকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। সম্মেলনে বক্তারা আগামী নির্বাচনে দলীয় শৃঙ্খলা মেনে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তারা দলের নেতা-কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের কোনো অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।