Date: November 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / ....সালাহ পেয়ে গেলেন আরও বেশি কিছু

....সালাহ পেয়ে গেলেন আরও বেশি কিছু

March 06, 2023 09:22:22 PM   ডেস্ক রিপোর্ট
....সালাহ পেয়ে গেলেন আরও বেশি কিছু

খেলারপত্র ডেস্ক:
জোড়া গোল করে ক্লাবের হয়ে গোলের রেকর্ড গড়া আর দলের জয়, এই দুইয়ের সম্মিলনও যথেষ্ট ছিল। কিন্তু মোহামেদ সালাহ পেয়ে গেলেন আরও বেশি কিছু। ম্যানচেস্টার ইউনাইটেডকে গোলের বন্যায় ভাসিয়ে দিল লিভারপুল। সব মিলিয়ে যেন প্রাপ্তির আনন্দে উড়ছেন মোহামেদ সালাহ। লিভারপুলের ফরোয়ার্ড বলছেন, তার জীবনের স্মরণীয় একটি দিন এটি।
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে বিধ্বস্ত করে লিভারপুল। সেই জয়ে ২ গোল করে সালাহ পা রাখেন নতুন উচ্চতায়। প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন তারই। ৩০ বছর বয়সী ফরোয়ার্ড পেরিয়ে গেছেন রবি ফাওলারের ১২৮ গোলের রেকর্ড। রেকর্ড গড়তে ম্যাচ খেলেছেন তিনি ৬১টি কম!
ম্যাচের পর চওড়া হাসিতে সালাহ বললেন, লিভারপুলে শুরুর দিন থেকেই এই রেকর্ডে দৃষ্টি ছিল তার। “ভাষায় প্রকাশ করতে পারব না আমি। আমার জীবনের সেরা দিনগুলির একটি এটি। ক্লাবে পা রাখার পর থেকেই যে রেকর্ডে চোখ ছিল আমার, তা অবশেষে ভাঙতে পেরেছি।” কোচ ইয়ুর্গেন ক্লপের মতে, এই অর্জন সালাহর জন্য বিশেষ কিছু।
“এটা সত্যিই, সত্যিই স্পেশাল। তাকে আমরা নিয়মিত গোল করতে দেখে অভ্যস্ত বলেই ভুলে যাই যে এটা বিশেষ কিছু। এই অর্জনে তার সত্যিই গর্বিত হওয়া উচিত।”
কিছুদিন আগেও যে দল ছিল পয়েন্ট তালিকার দশে, সেই লিভারপুল এখন উঠে এসেছে পাঁচে। সালাহর আশা, ৭ গোলের এই জয়ের প্রেরণায় শীর্ষ চারে থেকে লিগ শুরু করতে পারবেন তারা।
“একটি লক্ষ্য নিয়েই আমরা মাঠে নেমেছিলাম-জয়। গোল করার জন্য ক্ষুধার্ত ছিল সবাই এবং আমরা ৭ গোল করেছি। যত সুযোগ আমরা পেয়েছি, প্রায় সবগুলি কাজে লাগাতে পেরেছি আমরা। দলের সবার ফিনিশিং ছিল দুর্দান্ত।”
“আশা করি, এই জয় আমাদের উজ্জীবিত করবে। অবশ্যই অতিরিক্ত আত্মবিশ্বাস নয়ৃ তবে আশা করি, এই জয়ের প্রেরণায় আমরা আরও এগিয়ে যাব এবং শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করতে পারব।”