Date: December 03, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / হাজার কোটি টাকার খেলা নিয়ে আসছে ‘ব্ল্যাক মানি’

হাজার কোটি টাকার খেলা নিয়ে আসছে ‘ব্ল্যাক মানি’

October 08, 2024 12:51:22 PM   বিনোদন প্রতিবেদক
হাজার কোটি টাকার খেলা নিয়ে আসছে ‘ব্ল্যাক মানি’

হাজার কোটি কালো টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য শহরে শুরু হয় একের পর এক খুন। বাদ যান না প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ীরা। শেষ পর্যন্ত কার কাছে বিশাল অঙ্কের টাকা থেকে যাবে সে রহস্য নিয়েই আসছে ওয়েবসিরিজ ‘ব্ল্যাক মানি’। প্রথমবারের মতো অ্যাকশন ও থ্রিলার ঘরানার এই সিরিজটি আনছেন পরিচালক রায়হান রাফী।

কয়েকদিন আগে এক সংবাদ সম্মেলনে রাফী জানিয়েছিলেন, গল্প এতটাই থ্রিল যে ‘ব্ল্যাক মানি’ একবার দেখা শুরু করলে শেষ না পর্যন্ত কেউ উঠতে পারবে না। এরপর সোমবার সামাজিক মাধ্যমে রাফী প্রকাশ করেন ‘ব্ল্যাক মানি’র পোস্টার। ক্যাপশনে লেখেন,‘হাজার কোটি টাকার খেলা নিয়ে আসছে ‘ব্ল্যাক মানি’!’

পোস্টারে চোখ রাখলে দেখা যায়, শুধু টাকার ছড়াছড়ি! একটি পুরোনো স্টোররুমের মত একটা কক্ষের ভেতরে বস্তায় বস্তায় টাকা, সব এক হাজার টাকার বান্ডেল! ঘরের মেঝেতেও ছড়িয়ে রয়েছে সেই টাকা।

ওয়েব সিরিজটিতে অভিনয় করছেন নায়ক রুবেল, পূজা চেরী, সালাউদ্দিন লাভলু, পাভেল, মুকিত জাকারিয়া, সুমন আনোয়ারসহ অনেকে। আগামী নভেম্বরের শেষে বঙ্গ অ্যাপে প্রিমিয়াম কনটেন্ট হিসেবে মুক্তি পাবে ‘ব্ল্যাক মানি’।