Date: November 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / হাতিরঝিল থেকে সাংবাদিক রেহনুমার মরদেহ উদ্ধার

হাতিরঝিল থেকে সাংবাদিক রেহনুমার মরদেহ উদ্ধার

August 28, 2024 05:27:08 AM   স্টাফ রিপোর্টার
হাতিরঝিল থেকে সাংবাদিক রেহনুমার মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল লেক থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির (জিটিভিসাংবাদিক রেহনুমা সারাহর (৩২মরদেহ উদ্ধার হয়েছে।

গত মঙ্গলবার (২৭আগস্টদিবাগত রাতসাড়ে ১২টার দিকেতাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।পরে রাত পৌনে২টার দিকে ঢাকামেডিকেল কলেজ (ঢামেকহাসপাতালের জরুরিবিভাগে নিয়ে গেলেকর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানাযায়নি।

মৃত রেহনুমা গাজীটিভিতে নিউজরুম এডিটরহিসেবে কর্মরত ছিলেন।তিনি কল্যাণপুরে থাকতেনবলে জানা গেছে।সারাহ নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামের বখতিয়ার শিকদারের মেয়ে। তার স্বামীর নাম সায়েদ শুভ্র।

 

এদিকে মঙ্গলবার রাতেফেসবুকে একটিপোস্ট দেন রেহনুমা। তাতে ফাহিম ফয়সালনামে তার একবন্ধুকে ট্যাগকরে কয়েকটি ছবিপোস্ট করেন।

 

এর ক্যাপশনে তিনি লেখেন, `তোমার মতো বন্ধু থাকা খুবই ভাগ্যের ব্যাপার। আশাকরি খুব শিগগিরই তোমার স্বপ্ন পূরণ করবে। আমি জানিআমাদের অনেক পরিকল্পনা ছিল। দুঃখের বিষয় হলো পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলাম না। আল্লাহ তোমার জীবনের সব আশা বাস্তবায়ন করুন।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোবাচ্চু মিয়া জানানরেহনুমা সারাহর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। সংশ্লিষ্ট থানাকে এই বিষয়ে জানানো হয়েছে।

সারাহর স্বামী সায়েদ শুভ্র জানানভালোবেসে সাত বছর আগে তারা পরিবারকে না জানিয়ে বিবাহ করেন। গতকাল সারাহ অফিসে গিয়ে রাতে আর বাসায় ফেরেনি। রাত ৩টার দিকে হাতিরঝিল লেকের পানিতে ঝাঁপ দেয়ার খবর জানতে পারেন। পরে ঢামেক গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

তাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি দাবি করে তিনি বলেনতবে বেশ কিছুদিন আগ থেকে আমার স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যেতে চাচ্ছে। আমরা দুজনই কাজী অফিসে গিয়ে ডিভোর্স দিয়ে আসব। দেশের এই পরিস্থিতিতে আর কাজী অফিসে যাওয়া হয়নি।

রেহনুমাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া পথচারী জানানওই নারীকে ঝিলের পানিতে ডুবতে দেখে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেন।