Date: September 19, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / হাতিয়ায় পরিত্যক্ত বাড়ির মাটির নিচ থেকে অস্ত্র উদ্ধার

হাতিয়ায় পরিত্যক্ত বাড়ির মাটির নিচ থেকে অস্ত্র উদ্ধার

September 19, 2024 01:18:55 PM   অনলাইন রিপোর্টার
হাতিয়ায় পরিত্যক্ত বাড়ির মাটির নিচ থেকে অস্ত্র উদ্ধার

নোয়াখালীর হাতিয়া উপজেলায় অভিযান পরিচালনা করে অস্ত্র উদ্ধার করেছে নৌবাহিনী।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে নৌবাহিনী গতকাল বুধবার দিবাগত রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডস্থ বোয়ালিয়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি পরিত্যক্ত বাড়ি হতে মাটির নিচে পুঁতে রাখা ১টি বন্দুক, ৩টি থ্রিকোয়ার্টার এলজি, ২টি এলজি গানসহ ১৭টি রকেট প্যারাশ্যুট ফ্লেয়ার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসমূহ পরবর্তীতে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

অপরদিকে, খুলনার খালিশপুর এলাকায় নৌবাহিনীর নেতৃত্বে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী টেনি ওরফে ল্যাংড়া টেনি এবং মঞ্জুরকে আটক করা হয়। আটকদের তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী রেলিগেইট এলাকায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে আরও গাঁজা উদ্ধার করা হয়। ল্যাংড়া টেনি একজন পেশাদার গাঁজা ব্যবসায়ী এবং থানায় তার নামে একাধিক মামলা রয়েছে। পরে আটকদের থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে।