Date: January 18, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / হিন্দি সিনেমার জগতে আমি বহিরাগত : শাহরুখ

হিন্দি সিনেমার জগতে আমি বহিরাগত : শাহরুখ

December 07, 2024 12:33:46 PM   বিনোদন প্রতিবেদক
হিন্দি সিনেমার জগতে আমি বহিরাগত : শাহরুখ

নিজেকে ‘আধা-অনাথ’ বলে সম্বোধন করলেন বলিউড কিং শাহরুখ খান। শুধু তাই নয়, হিন্দি সিনেমার জগতে নিজেকে বহিরাগত বলেও দাবি করলেন তিনি।


শুক্রবার ইনস্টাগ্রামে ওয়াল্ট ডিজনি স্টুডিওজ ইন্ডিয়ার পোস্ট করা একটি ভিডিওতে শাহরুখকে ‘মুফাসা: দ্য লায়ন কিং’ নিয়ে কথা বলতে দেখা যায়। এই ছবির হিন্দি ভার্সনে মুফাসার চরিত্রে কণ্ঠ দিয়েছেন শাহরুখ। সেখানে নিজেকে মুফাসার সঙ্গে তুলনা করতে গিয়ে নিজের বিষয়ে এসব কথা বলেন কিং খান।

শাহরুখের কথায়, ‘আমি যদি বিনয় না করে বলি, তাহলে বলতে হয় হ্যাঁ এটা আমারই গল্প, মুফাসার গল্প আমার সঙ্গে মিলে যায়। টেকনিক্যালি বলতে গেলে, যার বাবা-মা নেই সে অনাথ। আমিও খুব অল্প বয়সে আমার মা-বাবাকে হারিয়েছি, তাই সেই দিক থেকে দেখতে গেলে আমি একজন আধা-অনাথ। আমারও কোনও পরিবার ছিল না।’

শাহরুখ আরও বলেন, ‘এটা একজন বহিরাগতের গল্প। আর আমিও এই ইন্ডাস্ট্রিতে একজন ‘বহিরাগত’। কারণ আমার পরিবারের কেউ আমার আগে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন না। আমি দিল্লি থেকে মুম্বাইতে এসেছিলাম, তাই আমিও একজন বহিরাগত। এটা রাজার গল্প। হ্যাঁ, আমি কিং।’

‘মুফাসা: দ্য লায়ন কিং’ ছবিতে শুধু শাহরুখই নয়, সেখানে কণ্ঠ দিয়েছেন তার দুই ছেলেও। ছবিতে ‘সিম্বা’-এর কণ্ঠ দিয়েছেন শাহরুখের বড় ছেলে আরিয়ান খান। এবং তরুণ মুফাসার কণ্ঠ দিয়েছেন ছোট ছেলে আব্রাম।

জানা গেছে, আগামী ২০ ডিসেম্বর ইংরেজি, হিন্দি ও তামিল ভাষায় মুক্তি পাবে ‘মুফাসা: দ্য লায়ন কিং’।