Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / হোসাইন মোহাম্মদ সেলিম ব্যাডমিন্টন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ঢাকা স্পোর্টস ইউনিয়ন

হোসাইন মোহাম্মদ সেলিম ব্যাডমিন্টন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ঢাকা স্পোর্টস ইউনিয়ন

February 18, 2023 01:36:15 PM   বজ্রশক্তি ডেস্ক
হোসাইন মোহাম্মদ সেলিম ব্যাডমিন্টন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ঢাকা স্পোর্টস ইউনিয়ন

পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের আয়োজনে হোসাইন মোহাম্মদ সেলিম আন্তঃবিভাগীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২-২৩ এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা স্পোর্টস ইউনিয়ন। 
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধায় ঢাকা উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে বিভিন্ন জেলার মোট নয়টি দল অংশগ্রহণ করেন। বিভিন্ন রাউন্ডে জয়লাভ করে ফাইনাল ম্যাচে লড়াই করতে নামেন ঢাকা স্পোর্টস ইউনিয়নের রাকিব হাসান ও সানভির রহমান এবং খুলনার শহীদ রাবেয়া স্পোর্টিং ক্লাবের হৃদয় আহমেদ জয় ও মাহাদী হাসান রাহুল। খেলায় তিন গেমেই জয় লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা স্পোর্টস ইউনিয়ন। ম্যাচ রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড লেভেল ওয়ানের কোচ মাহবুব আলম নিক্কন।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন হেযবুত তওহীদের মাননীয় এমাম ও পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা হোসাইন মোহাম্মদ সেলিম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিনাকল স্পোর্টস এসোসিয়েশন কর্ণধার ড. মাহফুজ আলম ও সভাপতি রিয়াল তালুকদা, দৈনিক দেশেরপত্রের সম্পাদক রুফাইদাহ পন্নী, দৈনিক বজ্রশক্তির সম্পাদক এবং পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম সামসুল হুদা, সেলিম ক্লিনিকের চেয়ারম্যান উম্মুত তিজান মাখদুমা পন্নী, উত্তরা ৩নং সেক্টর কল্যাণ সমিতির ত্রাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক ড. আবদুস সাত্তারসহ আরও অনেকে।
এ সময় খেলায় অংশগ্রহণকারী দলের খেলোয়াড়সহ আমন্ত্রিত অতিথি ও রেফারীদের সামনে বক্তব্য দেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, আমরা সারা বাংলাদেশে এই ধরনের খেলার আয়োজন করে যাচ্ছি। প্রথমে আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী কাবাডি ও হাডুডু খেলাকে জাতিয় পর্যায়ে নিয়ে আশার জন্য বিভিন্ন ধরনের টুর্নামেন্টের আয়োজন করেছি। এরপর শীতকালীন ব্যাডমিন্টন খেলা চালু করেছি। তাছাড়া আমরা ফুটবল খেলার ব্যবস্থা করেছি, সারা বাংলাদেশে অনন্ত ২০টি অধিক ক্লাব হয়েছে। আমি নিজে বিভিন্ন ক্লাবে গিয়ে, মাঠে থেকে অনেক খেলার উদ্বোধন করেছি। 
তিনি বলেন, আমি গত বছর মেহেরপুরে যাই। সেখানে আমার নামেই একটি ফুটবল টুর্নাামেন্টের আয়োজন করা হয়। আমি দেখেছি, এক লক্ষাধিক মানুষ সেই খেলা দেখতে সেখানে উপস্থিত হয়েছে। আমাকে সাধারণ মানুষ তারা বলছে, আমরা খেলাধুলায় অংশগ্রহণ করতে চাই কিন্তু বাংলাদেশে কেন জানি এ ধরনের পরিবেশ হয় না। আগে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ইত্যাদির হতো কিন্তু যা এখন বিলুপ্তির পথে। এখন আর খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা যায় না সেখানে মারামারি হচ্ছে, সংঘর্ষ হচ্ছে। এসব কিছু বিবেচনায় প্রশাসন আর খেলাধুলা অনুষ্ঠানের অনুমতি দিতে চাচ্ছেন না। তারা বলছেন, পরিস্থিতির অবনতি হতে পারে অনুমতি দেওয়া যাবে না। কিন্তু এই যে অবস্থা হলো, কেন হলো? এটা তো কাম্য নয়। তো আমরা এই ধারাকে ভাঙতে, একটা সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা খেলাধুলার আয়োজন শুরু করি। আলহামদুলিল্লাহ, আমরা ইতিবাচক সারা পাচ্ছি, পেয়েছি।

IMG_5562.JPG