প্রযুক্তি ডেস্ক:
ব্যবহারকারীদের বাড়তি সুবিধা দিতে সম্প্রতি বেশ কিছু নতুন ফিচার নিয়ে এসেছে জনপ্রিয় অনলাইন ম্যাসেজিং মাধ্যম হোয়াটসঅ্যাপ। এছাড়া প্রতিনিয়ত নিজেকে আপডেট করে জনপ্রিয়তা ধরে রেখেছে মেটার মালিকানাধীন এই মেসেজিং মাধ্যমটি। তবে এবার হোয়াটসঅ্যাপের ফার্স্ট লুক!
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা যেভাবে হোয়াটসঅ্যাপকে দেখতে অভ্যস্ত, শিগগিরই তা বদলে যাচ্ছে। নতুন ডিজাইনে উপরের বারটির রং পরিবর্তন হয়ে সাদা করা হবে। বাকি বিষয়গুলো দেখাবে সবুজ রঙের। ইতোমধ্যে অ্যান্ড্রয়েড বিটা ভার্সান ২.২৩.১৮.১৮-এ এই নতুন ডিজাইনটি পরীক্ষামূলক চালুও হয়েছে। গুগল প্লে বিটা প্রোগ্রামে এই ডিজাইনটি পাওয়া যাচ্ছে। তবে সবার জন্য এটি কবে আসছে, তা এখনও স্পষ্ট করে বলা হয়নি।