Date: April 18, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / ২০২৮ পর্যন্ত সিটিতে হুলিয়ান আলভারেস

২০২৮ পর্যন্ত সিটিতে হুলিয়ান আলভারেস

March 17, 2023 09:08:31 PM   ক্রীড়া ডেস্ক
২০২৮ পর্যন্ত সিটিতে হুলিয়ান আলভারেস

খেলারপত্র ডেস্ক:
ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার বছর পার হওয়ার আগেই চুক্তির মেয়াদ বাড়ল হুলিয়ান আলভারেসের। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত ইংলিশ ক্লাবটিতে খেলবেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ক্লাবের ওয়েবসাইটে গত বৃহস্পতিবারের বিবৃতিতে এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়ানোর কথা জানায় সিটি। 
গত গ্রীষ্মের দলবদলে প্রিমিয়ার লিগের ক্লাবটিতে যোগ দেন আলভারেস। প্রাথমিকভাবে ইংলিশ চ্যাম্পিয়নদের সঙ্গে সাড়ে পাঁচ বছরের চুক্তি হয়েছিল তার। সিটিতে চলতি মৌসুমে আর্লিং হলান্ডের উপস্থিতিতে সেভাবে প্রাদপ্রদীপের আলোয় না থাকলেও এরই মধ্যে নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন আলভারেস।  ২৩ বছর বয়সী বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ ম্যাচে করেছেন ১০ গোল। শুরুর একাদশে ছিলেন ১১ ম্যাচে। গত বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন আলভারেস। আসরে তিনি গোল করেন ৪টি।