Date: September 29, 2022

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিশেষ নিবন্ধ / ৫ দিনে বিজয়ের সিনেমার আয় ২০০ কোটি

৫ দিনে বিজয়ের সিনেমার আয় ২০০ কোটি

June 09, 2022 06:13:22 AM  
৫ দিনে বিজয়ের সিনেমার আয় ২০০ কোটি

বিনোদন ডেস্ক:
লোকেশ কানাগারাজ পরিচালিত সিনেমা ‘বিক্রম’। অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটি গত শুক্রবার মুক্তি পেয়েছে। তামিল ভাষার এ সিনেমা মুক্তির পর থেকেই বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে। মুক্তির পাঁচ দিনে ২০০ কোটি রুপির ক্লাব পেরিয়ে গেছে সিনেমাটি।

ইন্ডিয়ান বক্স অফিস জানিয়েছে, বক্স অফিসে বাধাহীন বিক্রম। বিশ্বব্যাপী সিনেমাটির আয় ২০০ কোটি রুপির ক্লাব ছাড়িয়ে গেছে। পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, মুক্তির প্রথম তিন দিনে ভারতে তামিল ভাষার চারটি সিনেমা ১০০ কোটি রুপি আয় করেছে। তার মধ্যে একটি ‘বিক্রম’।

বাকি তিনটি হলো-‘কাবিল’, ‘২.০’, ‘বিস্ট’। কমল হাসানের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে এটি সর্বোচ্চ আয় করা সিনেমা। ২০০৮ সালে তার অভিনীত ‘দস্যুবাতারাম’ সিনেমাটি তিন দিনে আয় করেছিল ৮৫ কোটি রুপি। সিনেমাটিতে আরো বেশ কজন গুণী অভিনয়শিল্পী অভিনয় করেছেন। তারা হলেন- কমল হাসান, বিজয় সেতুপতি, ফাহাদ ফসিল, গায়েত্রী শংকর প্রমুখ।