Date: January 10, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ৭১ যেমন আমাদের শিকড় হিসেবে স্বীকৃতি পেয়েছে, ২৪-ও পাবে : সারজিস

৭১ যেমন আমাদের শিকড় হিসেবে স্বীকৃতি পেয়েছে, ২৪-ও পাবে : সারজিস

January 08, 2025 12:40:32 PM   জেলা প্রতিনিধি
৭১ যেমন আমাদের শিকড় হিসেবে স্বীকৃতি পেয়েছে, ২৪-ও পাবে : সারজিস

নরসিংদী প্রতিনিধি:
জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “৭১ যেমন আমাদের শিকড় হিসেবে সংবিধানে স্বীকৃতি পেয়েছে, তেমনি ২৪-ও আমাদের অস্তিত্বের লড়াই হিসেবে সংবিধানে ঠাঁই পাবে।”

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা মোড়ে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “জুলাই-আগস্ট ২০২৪ এর অভ্যুত্থানের বিষয়টি একটি লিখিত ঘোষণাপত্র হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়া উচিত। এ অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, তাদের সরকারি খরচে চিকিৎসা এবং আওয়ামী খুনী ও দোষরদের বিচারের বিষয়টি স্পষ্টভাবে সংবিধানে উল্লেখ থাকা প্রয়োজন।”

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এবং তাদের যৌক্তিক ৭ দফা দাবির বাস্তবায়ন রাষ্ট্র দ্রুত সময়ের মধ্যেই করবে বলে তিনি প্রত্যাশা করেন।

দিনব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর শিবপুর ও সদর উপজেলাসহ বিভিন্ন স্থানে প্রচারণা চালায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ কর্মসূচিতে সারজিস আলমের সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ নরসিংদী ও শিবপুরের শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ।