Date: January 08, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / 'কেজিএফ' অভিনেতা কৃষ্ণা মারা গেছেন

'কেজিএফ' অভিনেতা কৃষ্ণা মারা গেছেন

December 08, 2022 08:48:50 PM   বিনোদন প্রতিবেদক
'কেজিএফ' অভিনেতা কৃষ্ণা মারা গেছেন

বিনোদন প্রতিবেদক: দক্ষিণী 'কেজিএফ' সিনেমার অভিনেতা কৃষ্ণা জি রাও মারা গেছেন। গতকাল দক্ষিণ ভারতের শহর বেঙ্গালুরুতে অভিনেতার মৃত্যু হয় বলে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়।  কৃষ্ণা কেজিএফ সিনেমায় দৃষ্টিপ্রতিবন্ধী চরিত্রে অভিনয় করেছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

কেজিএফের প্রযোজনা সংস্থা অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। টুইটারে তারা প্রয়াত অভিনেতার একটি ছবি শেয়ার করেছে এবং তাদের সমবেদনা জানিয়েছে।

প্রবীণ অভিনেতাকে বেঙ্গালুরুর বিনায়ক হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যেখানে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেছেন। বার্ধক্যজনিত অসুস্থতার জন্য তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ফুসফুসে সংক্রমণের কারণে অভিনেতাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল।  

'কেজিএফ' সিনেমায় তার একটি সংলাপ ব্যাপক জনপ্রিয়তা পায়—‘একটা উপদেশ দিই, স্যারের পথে দাঁড়াতে যাবেন না। ’

সম্প্রতি তার আসন্ন ছবি ‘ন্যানো নারায়ণাপ্পা’র ট্রেলারও ইউটিউবে মুক্তি পেয়েছে। রাবণের মতো দশ মাথাওয়ালা একটি চরিত্রে দেখা গেছে। কৃষ্ণর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমের শোক প্রকাশ করেছেন কেজিএফ ভক্তরা।