স্পোর্টস ডেস্ক:
রাউয়ালপিন্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে শুক্রবার মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ ও পাকিস্তানের। এই ম্যাচের টস হচ্ছে দেরিতে। বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সম্ভব হয়নি।
গত দুই দিন ধরেই রাউয়ালপিন্ডিতে বৃষ্টি হচ্ছে। সকালে বৃষ্টি থামার পর পর্যবেক্ষণেও যাওয়ার কথা ছিল আম্পায়ারদের। কিন্তু এর আগেই বৃষ্টি শুরু হয়। টসের সময় অবধিও সেটি চলছিল বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
১৪তম ম্যাচে এসে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট হারায় বাংলাদেশ। রাউয়ালপিন্ডিতেই সবশেষ টেস্টে ১০ উইকেটের স্মরণীয় জয় পায় তারা। শেষ ম্যাচে হার এড়ালেই এখন বাংলাদেশ পাবে সিরিজ জয়ের স্বাদ। সাদা পোশাকের ক্রিকেটে এর আগে কেবল চারটি সিরিজ জিতেছে বাংলাদেশ।
রাওয়ালপিন্ডিতে টানা বৃষ্টিতে পিছিয়ে গেছে দ্বিতীয় টেস্টের টস। বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে হওয়ার কথা ছিল টস। কিন্তু সকাল থেকেই চলছে বৃষ্টি। গত দুই দিনও টানা বৃষ্টি পড়েছে মাঠে।
তাই টস কখন হতে পারে সে বিষয়ে নেই কোনো ইতিবাচক আভাস। আবহাওয়ার পূর্বাভাসে সারা দিনই বৃষ্টির কথা বলা হয়েছে। তাই প্রকৃতির অবস্থা ভালো হওয়া পর্যন্ত অপেক্ষায়ই থাকতে হচ্ছে।
মাঠের উইকেট ও এর আশপাশ কভারে ঢেকে রাখা হয়েছে। অরক্ষিত জায়গায় জমে থাকা পানি দেখা যাচ্ছে ব্রডকাস্ট ক্যামেরায়।