Date: January 15, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

January 27, 2024 09:24:11 AM   স্টাফ রিপোর্টার
জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:     
প্রতিবছরের ন্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেল ৩টায় জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের ক্যাম্পাস মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
অনুষ্ঠানের শুরুতে কোরআন, গীতা ও বাইবেল থেকে পাঠ করেন স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ। 
এরপর বেলুন উড়িয়ে ও পায়রা অবমুক্ত করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি কর্নেল শাহজাদ পারভেজ মহিউদ্দিন এএফডব্লিউসি, পিএসসি।  
এসময় তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই জাতি গঠনে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ভূমিকা পালন করে। এ লক্ষ্যকে সামনে রেখে জলসিঁড়ি স্কুল ও কলেজ এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিসেস সাদিয়া বিনতে রশিদ। 
এরপর শরু হয় প্যারেড ও বিভিন্ন প্রতিযোগিতার মূল পর্ব। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিরতরণ করেন অতিথিবৃন্দ। 
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের অধ্যক্ষ মেজর মোহাম্মদ আনিসুজ্জামান, পিএইচডি, এইসি তার বক্তব্যে বলেন, জাতি গঠনে পুঁথিগত শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ গঠনে আমরা কাজ করছি, এরই অংশ ক্রীড়া প্রতিযোগিতা। তাই জলসিঁড়ি স্কুল ও কলেজ পুস্তক শিক্ষার পাশাপাশি প্যারেড, বিভিন্ন খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা, বাগান করা, সাংস্কৃতিক শিক্ষা ও শারিরীক কশরতসহ নানা প্রতিযোগিতার আয়োজন করে শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক বিকাশে কাজ করে যাচ্ছে। 
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অভিভাবকদের মধ্যে নবম শ্রেণির বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান হাউজের তাহমিদ চৌধুরীর পিতা বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড ও মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ সংগঠনদ্বয়ের সভাপতি এবং দৈনিক মাতৃভূমির খবরের নিউজ এডিটর মো. মইনুল ইসলাম (বাদল চৌধুরী)সহ অন্যান্য অভিভাবকগণ উপস্থিত ছিলেন।