Date: November 21, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / অধ্যাপক ডা. আব্দুস সোবহানকে শেষ বিদায় জানাল বিএসএমএমইউ

অধ্যাপক ডা. আব্দুস সোবহানকে শেষ বিদায় জানাল বিএসএমএমইউ

January 06, 2024 09:27:50 AM   ডেস্ক রিপোর্ট
অধ্যাপক  ডা. আব্দুস সোবহানকে শেষ বিদায় জানাল বিএসএমএমইউ

ডেস্ক রিপোর্ট:
প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুস সোবহানকে শেষ বিদায় জানিয়েছে এক সময়ের সাবেক কর্মস্থল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। তিনি এই বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন।

আজ শনিবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ডা. সোবহানের শেষ জানাজা অনুষ্ঠিত হয়। এরপর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে তাকে শেষ বিদায় জানানো হয়।

বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, অধ্যাপক ডা. আব্দুস সোবহানের জানাজার নামাজে ইমামতি করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল আহাদ।

এসময় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ছাড়াও কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক, চিকিৎসক, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ডা. সোবহানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. আব্দুস সোবহান মারা যান।

অধ্যাপক ডা. আব্দুস সোবহান ছিলেন পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ও ঢাকা মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসেরও সাবেক সভাপতি ছিলেন।