Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / অনুমোদনহীন নেটওয়ার্ক বুস্টার বিক্রির মূলহোতা গ্রেপ্তার

অনুমোদনহীন নেটওয়ার্ক বুস্টার বিক্রির মূলহোতা গ্রেপ্তার

February 18, 2023 09:29:48 PM   স্টাফ রিপোর্টার
অনুমোদনহীন নেটওয়ার্ক বুস্টার বিক্রির মূলহোতা গ্রেপ্তার

নগর প্রতিনিধি, ঢাকা:
রাজধানীর তেজগাঁও থানার তেজতুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অনুমোদনহীন নেটওয়ার্ক বুস্টার বিক্রিয় চক্রের মূলহোতা মো. সোহেলকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গতকাল র‌্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, রাজধানীর তেজতুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে বিটিআরসির অনুমোদনহীন নেটওয়ার্ক বুস্টার বিক্রিয় চক্রের মূলহোতা সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। সোহেল দীর্ঘদিন ধরে বিটিআরসির অনুমোদনহীন নেটওয়ার্ক বুস্টার বিক্রি করে আসছিল। সে বৈধ পণ্যের আড়ালে এসব পণ্য বাংলাদেশে নিয়ে আসতো। এসব নেটওয়ার্ক বুস্টার ব্যবহার করলে আশপাশের নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত ফোনের নেটওয়ার্ক দুর্বল থাকে বা পাওয়া যায় না।
অন্যদিকে, যেসব জায়গায় নেটওয়ার্ক দুর্বল সেসব জায়গায় বুস্টারের মাধ্যমে নেটওয়ার্ককে শক্তিশালী করে থাকে। অপরাধী চক্রের সদস্যরা এ সুযোগে ব্যবসায়ীর কাছ থেকে এ নেটওয়ার্ক বুস্টার কিনে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতো। এসব অবৈধ ব্যবসায়ী ও অপরাধী চক্রের ওপর র‌্যাবের অভিযান চলমান রয়েছে।