Date: December 03, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / অর্থনীতি / অপু বিশ্বাস ‘হারল্যান স্টোর’ উদ্বোধন করলেন-জামালপুরে

অপু বিশ্বাস ‘হারল্যান স্টোর’ উদ্বোধন করলেন-জামালপুরে

August 12, 2023 10:54:48 AM   ডেস্ক রিপোর্ট
অপু বিশ্বাস ‘হারল্যান স্টোর’ উদ্বোধন করলেন-জামালপুরে

ডেস্ক রিপোর্ট:


উদ্বোধন অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, হারল্যান স্টোর আন্তর্জাতিকমানের খ্যাতনামা সব কসমেটিক্স ও প্রসাধন প্রোডাক্টগুলো পাওয়া নিশ্চিত করছে। তাই কসমেটিক্স ব্যবহারকারীদের কাছে খুব দ্রুতই এই স্টোর সাড়া ফেলতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি।

প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিশ্চিত হওয়ায় হাতের নাগালে মিলবে হারল্যান, নিওর, সিওডিল এবং ব্লেইজ ও স্কিনের প্রোডাক্টগুলো। হারল্যান সংশ্লিষ্টরা জানান, ‘হারল্যান স্টোর’ মানসম্মত পণ্য দেশের সবার কাছে পৌঁছে দিতেই নতুন করে এসব স্টোর চালুর উদ্যোগ নিয়েছে।

ভোক্তাদের চাহিদার কথা মাথায় রেখে যুগের সঙ্গে তাল মিলিয়ে হারল্যান তাদের প্রোডাক্ট লাইনআপ করেছে আধুনিক ও ট্রেন্ডি। প্রিমিয়াম প্যাকেজিং আর কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে এই ব্র্যান্ড তার লাইনআপে রেখেছে প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, লিপস্টিক, জেল আইলাইনার, মাসকারা ও নেইল পলিশের মত সাজসজ্জার নানা রকম অনুষঙ্গ। যার সবকটি পাওয়া যাবে হারল্যান স্টোরে।

হারল্যান ছাড়াও বিশ্বখ্যাত জনপ্রিয় ব্র্যান্ড নিওর, সিওডিল, ব্লেইজ-ও-স্কিন এবং লিলির অরিজিনাল কসমেটিকস পণ্য পাওয়া যাবে এসব স্টোরে। শুধু তাই নয় এই স্টোরে চশমা, লেন্স বা আইল্যাসের মতো কসমেটিকস সংশ্লিষ্ট ফ্যাশন পণ্য যুক্ত করা হবে।