বগুড়া সংবাদদাতা:
অপরিকল্পিত পল্লী বিদ্যুৎ সরবরাহ করায় বগুড়া পৌরসভার মালগ্রাম চাপড়পাড়া আবাসিক এলাকায় বাড়ির ছাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে বেননুর (৩০) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বেননুর মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামন্দি ইউনিয়নের দেবিপুর গ্রামের নূরুল ইসলামের ২য় পুত্র। বেননুর মালগ্রামের লতিফুর রহমান জীবনের মেয়ে জান্নাতি আক্তারের স্বামী। তারা মালগ্রাম চককানপাড়ার আনোয়ারের (ভাংড়ি ব্যবসায়ী) ভাড়া বাসায় আনুমানিক দুই বছর যাবৎ ভাড়া ছিলেন।
জানা গেছে, শনিবার দুপুর ১:৩০ টার দিকে বেনুর বাড়ির ছাদে উঠে ঝিঙা তুলতে যান। ছাদের ওপরে ১১ হাজার ভোল্টের অপরিকল্পিত পল্লীবিদ্যুৎ সংযোগের ফলে বৃষ্টি ভেজা অবস্থায় বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারান বেননুর।
একই এলাকার কাজল শেখের পুত্র নয়ন শেখ তাকে উদ্ধারের প্রচেষ্টা চালালে সেও বিদ্যুতায়িত হয়ে আহত হন। পরে বিদ্যুৎ অফিসে খবর দিয়ে লাইন অফ করে বেননুরকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে দুই সন্তানের জনক পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটির বিদায়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার।
বগুড়া পল্লী বিদ্যুৎ অফিসে বারবার অভিযোগ দেয়ার পরও ওই বিদ্যুৎ সংযোগটি স্থানান্তর না করায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের দাবি।
এ বিষয়ে বাড়ির মালিক ও পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে তাদের মুঠোফোনে পাওয়া যায়নি।
পরে বগুড়া সদর থানা পুলিশ নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে পিতা নুরুল ইসলামের হাতে মরদেহ হস্তান্তর করেন। রবিবার বেলা নয়টায় বেননুরকে মেহেরপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।