রূপালি জগৎ ডেস্ক:
ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী দেবশ্রী রায়কে আইনি নোটিশ পাঠিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জি। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, দেবশ্রী রায়ের সঙ্গে তোলা শোভনের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নিয়েই আপত্তি তুলেছেন শোভন চ্যাটার্জি। ‘দেবশ্রী রায়’ নামে সোশ্যাল মিডিয়া পেজ থেকে শোভন ও দেবশ্রীর বেশ কিছু ছবি পোস্ট করা হয়েছিল ২০১৭, ২০১৮ সালে। আর সেই ছবি ঘিরেই আপত্তি শোভনের! যে পেজ থেকে এসব পোস্ট করা হয়েছে তা দেবশ্রী রায়ের অফিশিয়াল পেজ নয়।
যেসব ছবিকে কেন্দ্র করে এই জটিলতা। সেসব ছবিতে দেখা যায়, মঞ্চে শোভনের সঙ্গে কথা বলছেন দেবশ্রী, আবার কোনোটিতে জনসভায় পার্টির কর্মীদের সঙ্গে বসে আছেন তারা। ক্যাপশন লেখা— ‘সঙ্গে শোভন’। কোনোটার ক্যাপশনে লেখা, ‘মেয়রের সঙ্গে।’ আর এই ছবিগুলো নিয়েই আপত্তি শোভনের।
আইনি নোটিশের ব্যাপারে কথা বলতে ভারতীয় সংবাদমাধ্যম দেবশ্রীর সঙ্গে যোগাযোগ করে। কিন্তু খানিকটা বিরক্তির সুরে দেবশ্রী রায় বলেন, ‘আমার ফালতু সময় নেই। আমি অন্য কাজে ব্যস্ত।’ পরে অবশ্য অভিনেত্রী খোলসা করে বলেন, ‘আমার আইনজীবী আইনি পথে এর জবাব দেবেন। আইনত যেটি সঠিক, সেদিকেই যাব, কোনো ফেক অ্যাকাউন্ট থেকে এই কাজ হলে তার ব্যবস্থা তো আমি নেব না।’
তবে শোভন চ্যাটার্জির দাবি, এসব ছবি পোস্টের পেছনে পরিকল্পিত চক্রান্ত রয়েছে। তার ভাষায়, ‘আমার অনুমতি ছাড়া ছবি পোস্ট করা হয়েছে। আমার প্রাক্তন সরকারি পদ প্রসঙ্গও সেখানে উল্লেখ রয়েছে। ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালের বিষয় সামনে রেখে যে পোস্টগুলো করা হয়েছে, তা একেবারেই সঠিক নয়। তা অনেক পুরোনো ঘটনা, আগের ছবি।’
ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়। মাঝে অভিনয় ছেড়ে দীর্ঘ সময় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তৃণমূলের হয়ে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি আসন থেকে দুইবারের নির্বাচিত বিধায়ক ছিলেন এই অভিনেত্রী। ২০২১ সালের মার্চের মাঝামাঝি সময়ে দল ছাড়ার ঘোষণা দেন। সবকিছু ছেড়ে আবারো অভিনয়ে ফিরেছেন এই অভিনেত্রী।