Date: January 06, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরি

অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরি

April 02, 2023 03:06:22 PM   বিনোদন প্রতিবেদক
অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরি

জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরি হয়েছে। এতে তার মূল্যবান জিনিসপত্র ও টাকা খোয়া গেছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

আজ (২ এপ্রিল) দুপুর ২টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানান অভিনেত্রী। তিনি লেখেন, ‘বাসার সবাই হাসপাতালে ছিল। আর এই সুযোগে ভয়ংকরভাবে আমার বাসা থেকে সমস্ত মূল্যবান গহনা, টাকা সব চুরি হয়ে গেছে।’

তবে এই কঠিন সময়েও মনোবল হারাচ্ছেন না তিনি। তার কথায়, ‘মেরুদণ্ড তো আমার একটাই।  আল্লাহ তায়ালা সেই মেরুদণ্ডে অনেক শক্তি দিয়েছেন। আবার সব গড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমার ওপর সহায় হবেন, আল্লাহ ভরসা।’

চুরির প্রসঙ্গে মনিরা মিঠু বলেন, ‘শুটিংয়ের কাজে আমি এখন সাভারে আছি। বাসা থেকে থানায় যোগাযোগ করা হয়েছে। তারা শিগগিরই বিষয়টি পর্যবেক্ষণ করতে বাসায় আসবেন বলে জানিয়েছেন।’

উল্লেখ্য, প্রখ্যাত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘ওপেনটি বায়োস্কাপ’ নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করেন মনিরা মিঠু। এরপর দুই পর্দাতেই সমানতালে অভিনয় চালিয়ে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী

 

image.png