Date: January 15, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / অভিনয় ছাড়ছেন নয়নতারা!

অভিনয় ছাড়ছেন নয়নতারা!

February 26, 2023 12:28:42 PM   স্টাফ রিপোর্টার
অভিনয় ছাড়ছেন নয়নতারা!

রূপালি জগৎ ডেস্ক:
দক্ষিণ ভারতের শীর্ষ নায়িকাদের মধ্যে অন্যতম নয়নতারা। দক্ষিণী সিনেমায় সফলতার পর এবার বলিউডেও চমক দিতে যাচ্ছেন তিনি। শাহরুখ খানের বিপরীতে অভিনয় করা তার এই ছবির নাম ‘জওয়ান’।
ক্যারিয়ারের এ পর্যায়ে তিনি যখন তুঙ্গে আছেন তখন জানা গেল, তিনি অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নয়নতারার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত বছর জন্ম নেওয়া জমজ সন্তানদের সময় দিতেই তিনি অভিনয় থেকে দূরে সরে যেতে চাইছেন।
সূত্র আরও জানায়, জমজ সন্তানদের সময় দেওয়ার পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থাতেও সময় দেবেন। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি নয়নতারার।
সবশেষ তার অভিনীত ‘কানেক্ট’ ছবিটি মুক্তি পেয়েছে। গত বছর নির্মাতা ও অভিনেতা ভিগনেস শিবানের সঙ্গে বিয়ে হয় নয়নতারার। বিয়ের চারমাসের মাথায় জমজ সন্তান লাভ করেন তিনি। সূত্র : ইন্ডিয়া টিভি