Date: January 04, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / অর্জুনের সঙ্গে বিচ্ছেদের মাঝেই ‘রহস্যময়’ পোস্ট মালাইকার

অর্জুনের সঙ্গে বিচ্ছেদের মাঝেই ‘রহস্যময়’ পোস্ট মালাইকার

July 01, 2024 12:49:28 PM   বিনোদন প্রতিবেদক
অর্জুনের সঙ্গে বিচ্ছেদের মাঝেই ‘রহস্যময়’ পোস্ট মালাইকার

ভীষণ মানসিক যন্ত্রণায় রয়েছেন অর্জুন কাপুর- তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট দেখে এমনটাই মনে করছেন নেটিজেনরা। কয়েকদিন আগেই মালাইকা অরোরার সঙ্গে সম্পর্ক ভেঙেছে অর্জুনের।

দীর্ঘ ৫ বছর সম্পর্কে ছিলেন অর্জুন-মাইলকা। কিন্তু তারা এ বিষয়ে মুখ খোলেননি। তবে সম্প্রতি অর্জুনের জন্মদিনে মালাইকার অনুপস্থিতি সবার কাছে পরিষ্কার করেছে- তাদের সম্পর্ক আর আগের মতো নেই।

তাই প্রেম ভাঙার পর অর্জুনের এমন একটি পোস্ট দেখে অনেকেই মনে করছেন, যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেতা। অর্জুন তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘নিয়ম মানতে গেলে অনেক যন্ত্রণা সহ্য করতে হয় ঠিকই, কিন্তু অনুশোচনার থেকে তৈরি হওয়া যন্ত্রণা আরও বেদনাদায়ক।’

অর্জুন কাপুরের এ পোস্ট ঘিরেই জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। মালাইকার উদ্দেশেই কি এ পোস্ট দিয়েছেন তিনি? কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে মালাইকার কথা শুনেও তার ভক্তরা মনে করেছিলেন, হয়তো ভালো নেই এ অভিনেত্রী।

মালাইকা বলেছিলেন, ‘আমি আসলে নিজের চারপাশে একটা বর্ম তৈরি করে নিয়েছি। নেতিবাচক কথাকে আমার অন্তরে প্রবেশ করতেই দিই না। প্রথম থেকেই যে এটা করতে শিখেছি তা নয়, সময়ের সঙ্গে সঙ্গে শিখে গিয়েছি। তবে এ সব কথা একেবারেই আমাকে আঘাত দেয় না, এটা বললে মিথ্যে বলা হবে। হ্যাঁ, আমারও কষ্ট হয়, আমি কাঁদি। তবে বাইরে কেউ আমার চোখের জল দেখতে পাবে না।’

বলিউডে ‘পাওয়ার কাপল’ হিসেবেই পরিচিত ছিলেন অর্জুন ও মালাইকা। তাদের বিচ্ছেদে তাই অবাক ভক্তরাও। তারকা জুটির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মালাইকা ও অর্জুন পরস্পরকে বরাবর শ্রদ্ধা করে এসেছেন। আগামীতে সম্পর্ক টিকিয়ে না রাখলেও বন্ধুত্ব ও শ্রদ্ধার সম্পর্ক বজায় থাকবে দুজনের মধ্যে।