Date: November 21, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / অসীমে পাড়ি জমালেন ফরাসি কিংবদন্তি ফঁতেন

অসীমে পাড়ি জমালেন ফরাসি কিংবদন্তি ফঁতেন

March 01, 2023 10:22:36 PM   ডেস্ক রিপোর্ট
অসীমে পাড়ি জমালেন ফরাসি কিংবদন্তি ফঁতেন

খেলারপত্র ডেস্ক:
বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি গোল করা ফরাসি কিংবদন্তি জুস্ত ফঁতেন পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। আক্রমণভাগের এই সাবেক তারকা ১৯৫৮ বিশ্বকাপে ছয় ম্যাচে করেছিলেন ১৩ গোল। ফুটবলের ইতিহাসে আজও যা এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড।
ফঁতেন ফরাসিদের জার্সিতে ১৯৫৩ থেকে ১৯৬০ সাল পর্যন্ত খেলেন। এ সময়ে ২১ ম্যাচে করেন ৩০ গোল। এই পরিসংখ্যানই দেখাচ্ছে গোলমুখে কতটা ধারাল ছিলেন তিনি। সুইডেনে ১৯৫৮ বিশ্বকাপে ফরাসিদের সেমি-ফাইনালে ওঠার পথে দারুণ অবদান ছিল ফঁতেনের। ওই আসরে ফ্রান্স হয়েছিল তৃতীয়। বিশ্বকাপ জিততে না পারা কিংবদন্তিদের তালিকায় থাকা ফঁতেন ক্লাব ক্যারিয়ারে ২৮৩ ম্যাচে গোল করেন ২৫৯টি।
ক্লাব ফুটবলে তিনি সোনালী সময় কাটান রাঁসে। দলটির হয়ে ১৫২ ম্যাচে ১৪৫ গোল করেছিলেন তিনি। ফরাসি ক্লাবটির ১৯৫৯ সালের ইউরোপিয়ান কাপের ফাইনালে ওঠার নেপথ্যের নায়কদের একজন তিনি।
ফঁতের হাত ধরে ফরাসি ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় (বর্তমানে লিগ ওয়ান) তিনবার চ্যাম্পিয়ন হয় রাঁস। ইউরোপিয়ান কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ২-০ গোলে রাঁস হারলেও সেবার ফঁতেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা (১০টি) হয়েছিলেন। ক্লাবটি তাদের টুইটারে গ্রেট ফঁতেনকে শ্রদ্ধা জানিয়েছে।
“ফরাসি ফুটবলের এক তারা, একজন দুর্দান্ত স্ট্রাইকার, রাঁসের কিংবদন্তি খেলোয়াড়... তার পরিবার... আন্তরিকভাবে রাঁস তাদের প্রতি সমবেদনা জানাচ্ছে।”
সামাজিক যোগাযোগের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিও। ১৯৭৩-৭৬ সময়কালে পিএসজির কোচের দায়িত্বে ছিলেন ফঁতেন।
তার হাত ধরেই ১৯৭৪ সালে প্রথম বিভাগে উঠেছিল দলটি। ২০০৪ সালে ব্রাজিল কিংবদন্তি পেলে তার ১২৫ জন গ্রেটেস্ট ফুটবলারের তালিকায় রেখেছিলেন ফঁতেনকে।