স্টাফ রিপোর্টার:
রাজধানীর ধানমন্ডিতে আইডিয়াল কলেজের শিক্ষার্থী আদনান সাঈদ রাকিবকে (১৮) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১৭ জুলাই) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে. এন. রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থী নিহতের ঘটনায় মূল আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ডিবি। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, অটোরিকশাও জব্দ করা হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি)মোহাম্মদ হারুন অর রশীদ।