Date: January 22, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / আকস্মিক ঘোষণায় আর্জেন্টিনা স্কোয়াড থেকে বাদ দিবালা

আকস্মিক ঘোষণায় আর্জেন্টিনা স্কোয়াড থেকে বাদ দিবালা

October 06, 2024 12:42:37 PM   ক্রীড়া ডেস্ক
আকস্মিক ঘোষণায় আর্জেন্টিনা স্কোয়াড থেকে বাদ দিবালা

গত বছরের ডিসেম্বরে কাতার বিশ্বকাপ জয়ের পর এ বছরের মার্চে পানামা ও কুরাসাওয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। ক্লাব ফুটবলের মৌসুম শেষে জুনে আবারও প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়নরা। এশিয়া সফরে আলবিসেলেস্তেরা খেলবে দুটি ম্যাচ। আসন্ন এই সফরের জন্য চমক রেখে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। বিশ্বকাপ জয়ের পরও ২৭ সদস্যের দলে জায়গা হয়নি পাওলো দিবালা ও লাউতারো মার্তিনেজের।    

শনিবার (২৭ মে) রাতে এই ম্যাচ দুটির জন্য মেসিকে অধিনায়ক করে ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ঘোষিত স্কোয়াডে রয়েছে অনেক নতুন মুখ।

৫ বছর পর দলে ডাক পেয়েছেন আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনের ছেলে জিওভানি সিমিওনে। ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার খেলেছেন ইতালিয়ান ক্লাব নাপোলিতে। ম্যারাডোনার পর ৩৩ বছর পর সিরি ‘আ’ জিতেছে ক্লাবটি। লিগ শিরোপা জয়ে বড় অবদান রেখেছেন সিমিওনে। তার দারুণ পারফরম্যান্স নজর এড়ায়নি আর্জেন্টিনা কোচের।

এছাড়া দলে ফিরেছেন অলিম্পিক মার্শেইয়ের লিওনার্দো বালের্দি, লাঁসের ফাকুন্দো মেদিনা ও সেভিয়ার লুকাস ওকাম্পোস। স্কোয়াডে নতুন মুখ নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দোফেনের গোলরক্ষক ওয়ালতার বেনিতেজ।


তবে আলোচনা তৈরি হয়েছে বিশ্বকাপজয়ী দুই ফরোয়ার্ড পাওলো দিবালা ও লাউতারো মার্তিনেজকে বাদ দেওয়ায়। মূলত এই দুজনই বাদ পড়েছেন ইনজুরির কারণে। সম্প্রতি ইউরোপিয়ান ফুটবলে দুর্দান্ত খেলছেন এই দুই তারকা।

ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে লাউতারো। অপরদিকে উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে উঠেছে দিবালার রোমা। এই দুই তারকা জাতীয় দলে সুযোগ পাননি অ্যাঙ্কেলের চোটের জন্য। তবে কি ইউরোপিয়ান ফুটবলের ফাইনালও মিস করছেন তারা?


আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে জানিয়েছে, ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলার পর চিকিৎসা নেবেন মার্তিনেজ। আগামী ক্লাব মৌসুমের আগে পুরোপুরি সেরে উঠতেই জাতীয় দলের জন্য বিবেচনা করা হয়নি তাকে।


আর দিবালার না থাকা নিয়ে আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল টুইটারে লিখেছেন, ‘চোট নিয়ে ইউরোপা লিগের ফাইনালে (আগামী বুধবার) দিবালা খেলতে পারবেন কিনা, সেটা ব্যাপারেই জানেন না। সেখানে চীন সফর নিয়ে ভাবার কোনো মানেই হয় না। তারা (আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও এএস রোমা) দিবালাকে সেরে ওঠার সুযোগ দিতে চায়।’

আর্জেন্টিনার এশিয়া সফরে ১৫ জুন চীনের বেইজিংয়ে মেসিদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ১৯ জুন জাকার্তায় মুখোমুখি হবে স্বাগতিক ইন্দোনেশিয়ার।