Date: January 20, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / স্বাস্থ্য / আপনার কি ইমিটেশনের গয়নায় অ্যালার্জি আছে

আপনার কি ইমিটেশনের গয়নায় অ্যালার্জি আছে

December 23, 2023 10:36:58 AM   ডেস্ক রিপোর্ট
আপনার কি ইমিটেশনের গয়নায় অ্যালার্জি আছে

ডেস্ক রিপোর্ট:

অনেকেরই ইমিটেশনের গয়নায় পার্শ্বপ্রতিক্রিয়া হয়। কানের দুল, চুড়ি ও হার যেখানে পরা হয়, সে জায়গা লাল হয়ে যায়, চুলকায়, অনেক সময় ফুসকুড়ির মতোও দেখা যায়। এর কারণ কী? কোনো প্রতিকার কি নেই? উত্তর দিয়েছেন রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজের চর্মরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ আসিফুজ্জামান

কী কারণে এমন হয়

কারও কারও ত্বক নির্দিষ্ট কোনো জিনিসের প্রতি অতি সংবেদনশীল হয়ে থাকে। তাঁদের ত্বক ওই নির্দিষ্ট জিনিসের সংস্পর্শে এলেই কিছু প্রতিক্রিয়া দেখা দেয়। গয়নায় যেসব ধাতব উপকরণ ব্যবহার করা হয়, সেগুলোর কোনো কোনোটিতে অনেকেরই এমন সংবেদনশীলতা থাকে। এ কারণে ওই উপকরণের গয়না ব্যবহার করলে ত্বক লালচে হয়ে যায়, চুলকায় কিংবা গুঁড়ি গুঁড়ি দানা দেখা দেয়। চিকিৎসাবিজ্ঞানে একে বলা হয় অ্যালার্জিক কন্ট্যাক্ট ডারমাটাইটিস।