Date: January 04, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / ‘আম্মু,আমি এতিম হয়ে গেলাম

‘আম্মু,আমি এতিম হয়ে গেলাম

October 29, 2023 10:11:06 AM   বিনোদন প্রতিবেদক
‘আম্মু,আমি এতিম হয়ে গেলাম

বিনোদন প্রতিবেদক:

দেশের জনপ্রিয় নাট্য পরিচালক মাবরুর রশিদ বান্নাহ’র মা মারা গেছেন।আজ রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টা কাজী পাড়ার নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মাবরুর রশিদ বান্নাহ নিজেই তার মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যনসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। রোববার সকালে না ফেরার দেশে পাড়ি জমান।

মায়ের মৃত্যুর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে বান্নাহ বলেন, ‘আম্মু, আমি তো এতিম হয়ে গেলাম’। এরপর তিনি লেখেন, ‘আমার মায়ের জন্য দোয়া চাই, গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে নামাজে জানাজা শেষে আম্মুকে কবরে শুইয়ে দেব।’ বান্নাহ জানান, তার মায়ের মরদেহ গ্রামের বাড়ি দাফন করা হবে।

মায়ের সঙ্গে একটি ছবি প্রকাশ করে এই নির্মাতা লিখেছেন, ‘আম্মুর জীবন শুধুই আবর্তিত হতো আমার বাবা আর আমরা তিনটা ভাইকে ঘিরেই। বাদ বাকি পৃথিবীর অন্য যেকোন বিষয় আম্মুর কাছে ছিলো অত্যন্ত গৌণ। এই ছবিটা ১৯৯৭ সালে তোলা, তার দু’বছর পরই আম্মুর কোলজুড়ে আলো করে এসেছিলো আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্যটি। বারবার একটা কথাই বুকে গিয়ে বিঁধছে, আম্মুকে শেষ একটা বার বলতে পারলাম না, ‘আম্মু, তোমাকে অনেক বেশি ভালোবাসি’। আম্মু আজ আমার গাড়িতে করে বাড়িতে যাচ্ছেন না, ফিরছেন তার জন্য আলাদা গাড়িতে। আম্মু, এমন তো কোনদিনও হয়নি। আম্মু, আজ গ্রামের বাড়িতে ফেরার পথ এতো দীর্ঘ লাগছে কেন!

প্রসঙ্গত, ২০১১ সালের ডিসেম্বর মাসে প্রথম নিজের একক পরিচালনায় নাটক বানান। তার তৈরি করা প্রথম নাটকটির নাম ছিল ‘ফ্লাশব্যাক’। এই নাটকটির প্রযোজক ছিলেন তার বাবা। যা বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তারপর থেকে এইভাবে একের পর এক তিনি অনেক জনপ্রিয় নাটক তৈরি করেছেন এবং করে যাচ্ছেন। তিনি মূলত রোমান্টিক নাটকের পরিচালক হিসেবে পরিচিত।