Date: December 26, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / অর্থনীতি / আরেকটি শোরুমের উদ্বোধন জামালপুরে আকিজ সিরামিক্স-এর

আরেকটি শোরুমের উদ্বোধন জামালপুরে আকিজ সিরামিক্স-এর

September 18, 2023 11:08:36 AM   ডেস্ক রিপোর্ট
আরেকটি শোরুমের উদ্বোধন জামালপুরে আকিজ সিরামিক্স-এর

ডেস্ক রিপোর্ট:


বাংলাদেশের সিরামিক টাইলস-এর জগতে এক নম্বর ব্র্যান্ড আকিজ সিরামিক্স-এর আরও একটি এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন করা হয়েছে জামালপুরে। পরপর চারবার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ও সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জন করা দেশের সেরা সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিক্স 
‘প্রমিজ অব পারফেকশন’র দৃঢ় প্রত্যয় নিয়ে বরাবরই ক্রেতাদের চাহিদা অনুযায়ী গুণে-মানে সেরা ও নিত্যনতুন টাইলস পণ্য বাজারে নিয়ে আসছে। এবার ক্রেতাদের সুবিধার্থে জামালপুর শহর এলাকায় আকিজ সিরামিক্স-এর বিজনেস অ্যাসোসিয়েট ‘রাজিব কর্পোরেশন’ শোরুমটি উদ্বোধন করে।

শোরুম উদ্বোধন করেন আকিজ বশির গ্রুপ-এর অপারেশন্স ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম। এসময় আরও উপস্থিত ছিলেন আকিজ সিরামিক্স-এর জিএম সেলস মোহাম্মদ আশরাফুল হক, আকিজ বশির গ্রুপের মার্কেটিং হেড মো. শাহরিয়ার জামান, হেড অব সেলস রোসা বিশ্বজিৎ পাল, রাজিব কর্পোরেশন-এর স্বত্বাধিকারী সেয়দা কানজি ফাতেমা এবং তাহমিনা আকতারসহ আকিজ সিরামিক্স ও জামালপুর এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। অনন্য সাইজ এবং অত্যাধুনিক সব ডিজাইনের টাইলস প্রোডাক্ট ডিসপ্লে দিয়ে সাজানো এই শোরুমগুলোতে গ্রাহকরা পাবেন সর্বোচ্চ সেবা। প্রশস্ত এ শোরুমে ব্যবহার করা হয়েছে আধুনিক সব ফার্নিচার ও ডিসপ্লে টুল যা গ্রাহকদের দেবে অসাধারণ লাইভ এক্সপেরিয়েন্স।

উল্লেখ্য, সারা বাংলাদেশে ১০০টিরও বেশি ‘স্টেট অব দ্য আর্ট’ লেভেলের নিজস্ব ও বিজনেস অ্যাসোসিয়েট শোরুম দিয়ে আকিজ সিরামিক্স নিশ্চিত করেছে সর্বোচ্চ মানের গ্রাহকসেবা। এর ফলে দেশের শহর, উপশহর, থানা পর্যায়সহ সব জায়গায় গ্রাহকদের হাতের নাগালে পাওয়া যাচ্ছে আকিজ সিরামিক্স-এর টাইলস পণ্য।