ক্রিড়া ডেস্ক:
বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে শক্তিমত্তা, সামর্থ্য ও অতীত পরিসংখ্যান বিবেচনায় নিলে মোটেও সমীহ জাগানিয়া দল নয় সৌদি আরব। দুই দলের ৪ বারের লড়াইয়েও আর্জেন্টিনার জয় দুটিতে, বাকি দুটি ড্র। কিন্তু সৌদি আরবের সহকারী কোচ লরেন্ত বোনাদেই হুঙ্কার দিয়েছেন মেসিদের। যারা আর্জেন্টিনার বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই নামছেন।
সৌদি আরবের হুঙ্কার একপাশে রেখে এবার দুই দলের পরিসংখ্যানের দিকে একটু তাকানো যাক। আর্জেন্টিনা দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন। সৌদি আরবের সেরা সাফল্যই হচ্ছে শেষ ষোলো। ১৯৯৪ বিশ্বকাপে তারা নকআউটে খেলেছিল। তার পর চারবার বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। র্যাঙ্কিংয়েও তারা আর্জেন্টিনার চেয়ে ৪৮ ধাপ পিছিয়ে। তবে সৌদি আরবের সহকারী কোচের কথা, ‘আমরা শুধু অংশ নিতে আসেনি। আমরা আর্জেন্টিনা, মেক্সিকোর মুখোমুখি হবো। সবগুলো ম্যাচই আমাদের লক্ষ্য থাকবে জয়।’
সৌদি আরব এমন দলের মুখোমুখি হচ্ছে যাদের আছে লিওনেল মেসির মতো মহাতারকা। যাকে এক পলক দেখতে বা খেলতে মুখিয়ে থাকে সবাই। সৌদি আরদের মিডফিল্ডার আব্দুলেল্লাহ মালকিও স্বীকার করেন তা। তাই বলে ভয় পাচ্ছেন না, ‘মেসি অবশ্যই লিজেন্ড। সবারই স্বপ্ন থাকে তার বিপক্ষে খেলার। কিন্তু আমরা সৌদির প্রতিনিধিত্ব করছি। কাউকে ভয় পেয়ে খেলতে নামবো না।’