Date: April 09, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / আশা ভোঁশলে মুখ খুললেই মুশকিল!

আশা ভোঁশলে মুখ খুললেই মুশকিল!

August 09, 2023 10:49:42 AM   ডেস্ক রিপোর্ট
আশা ভোঁশলে মুখ খুললেই মুশকিল!

ডেস্ক রিপোর্ট:

সমসাময়িক শিল্পীদের মধ্য নিজেকে ‘সর্বশেষ মুঘল’ মনে করেন ভারতীয় শিল্পী আশা ভোঁশলে।

আট দশক ধরে গানের ক্যারিয়ার টেনে নিয়ে চলা এই শিল্পী বলেছেন, হিন্দি সিনেমা এবং ফিল্মি গানের এমন বহু গল্প তিনি জানেন, যা বলতে শুরু করলে টানা তিন-চারদিনেও ফুরোবে কিনা সন্দেহ।

নব্বই বছর বয়সী আশার কথা, সেসব গল্প প্রকাশ হলে অনেকের আবার সমস্যাও হতে পারে।