ডেস্ক রিপোর্ট:
ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় পুলিশের গুলিতে মো. নজরুল ইসলাম হাওলাদার (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি এনভয় গ্রুপ গার্মেন্টসের আয়রন ম্যান হিসেবে কর্মরত আছেন।
আজ সোমবার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে ১০০ নম্বর ওয়ার্ডে ভর্তি দিয়েছেন চিকিৎসক।
গুলিবিদ্ধ গার্মেন্টস শ্রমিক নজরুলের বোন শিউলি বেগম জানান, আমার ভাই রাত্রিকালীন ডিউটি শেষে সকালের দিকে বাসায় যাওয়ার জন্য গার্মেন্টস থেকে বের হয়। এসময় অন্য গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে পুলিশ গুলি করলে আমার ভাইয়ের মাথায় একটি বুলেট লাগে। পরে মুমূর্ষু অবস্থায় আমার ভাইকে দুপুরের দিকে ঢাকা মেডিকেলে আনা হয়। চিকিৎসক জানিয়েছেন আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সাভারের আশুলিয়া থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় এক গার্মেন্টস শ্রমিককে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাকে চিকিৎসকরা ১০০ নম্বর ওয়ার্ডে রেফার্ড করেন।