Date: October 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / আশুলিয়ায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায়, বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আশুলিয়ায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায়, বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার

August 08, 2023 11:15:30 AM   বজ্রশক্তি ডেস্ক
আশুলিয়ায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায়, বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বজ্রশক্তি ডেস্ক: 
আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে বিকাশ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ (৮ আগস্ট) দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়।আজ ঢাকার পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানান ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম (৪৪), ঢাকা জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সুরুজ্জামান (৪৭), ঢাকা জেলা বিএনপির সদস্য মো. মুমিনুল ইসলাম (৪৫), ধামরাই পৌর ছাত্রদলের সদস্য অপূর্ব চন্দ্র দাস (২২), ধামরাই থানা যুবদলের সদস্য মো. রাজীব হোসেন, সাভার থানা যুবদলের সদস্য মো. সুজন (৩৪)।

পুলিশ সুপার জানান, সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্টভাবে শহিদুল ইসলাম, সুরুজ্জামান ও অপূর্ব চন্দ্র দাসকে চিহ্নিত করা হয়েছে। শনাক্তের পর তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকিদের গ্রেপ্তার করা হয়। নাশকতার সঙ্গে আরও যারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত চলছে এবং জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। আসামিরা নাশকতার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

সংবাদ সম্মেলনে, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. আব্দুল্লাহিল কাফী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবীব খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই বিকাল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি বাস ভাঙচুর করে বিকাশ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেককে আসামি করে মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্ত বাসের চালক আনোয়ার হোসেন। এই মামলার তদন্ত করতে গিয়ে বিএনপির নাশকতার প্রমাণ পায় পুলিশ।