Date: January 04, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / আসছে ‘আরআরআর-২’

আসছে ‘আরআরআর-২’

November 14, 2022 05:44:37 PM   বিনোদন প্রতিবেদক
আসছে ‘আরআরআর-২’

বছরের সবচেয়ে আলোচিত ও ব্যবসাসফল চলচ্চিত্র ‘আরআরআর’ দিয়ে দর্শকদের মন জয় করার পর এবার সিনেমাটির দ্বিতীয় পর্ব আনার ঘোষণা দিলেন ভারতের অন্যতম প্রভাবশালী পরিচালক এস এস রাজামৌলি। রামচরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত সিনেমাটির সিক্যুয়েল নিশ্চিত করেছেন তিনি। 

শিকাগোতে একটি সাম্প্রতিক ইভেন্টে চলচ্চিত্র নির্মাতা নিশ্চিত করেছেন যে তিনি এবং তাঁর বাবা বিজয়েন্দ্র প্রসাদ বর্তমানে ‘আরআরআর’ এর দ্বিতীয় কিস্তির কাজ করছেন। 

পরিচালক আরো বলেছেন যে, তাঁর বাবা তাঁর সব কয়টি চলচ্চিত্রের গল্পের লেখক এবং তিনি বর্তমানে ‘আরআরআর’-এর গল্পে কাজ করছেন। শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত জানাবেন পরিচালক। ভারতের দুই স্বাধীনতা সংগ্রামী ‘আলুরি সীতারামা রাজু’ এবং ‘কোমারাম ভীম’-এর জীবনের ওপর ভিত্তি করে তৈরি একটি কাল্পনিক গল্পে নির্মিত ‘আরআরআর’। এস এস রাজামৌলির পরিচালিত সিনেমাটিতে  রামচরণ ও জুনিয়র এনটিআর প্রধান চরিত্রে অভিনয় করেছেন। 

বিশ্বব্যাপী ১২০০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। অস্কার মনোনয়নের দৌড়েও এগিয়ে ছিল এই ব্লকবাস্টার সিনেমাটি। সূত্র : টাইমস অফ ইন্ডিয়া