Date: March 28, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / প্রযুক্তি / ইউটিউবের নতুন সিইও হচ্ছেন নীল মোহন

ইউটিউবের নতুন সিইও হচ্ছেন নীল মোহন

February 18, 2023 09:52:04 PM   প্রযুক্তি ডেস্ক
ইউটিউবের নতুন সিইও হচ্ছেন নীল মোহন

তথ্যপ্রযুক্তি ডেস্ক:
ইউটিউবের নতুন সিইও হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন। তিনি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেছেন। ৪৯ বছর বয়সী নীল মোহন ২০১৫ সাল থেকে ইউটিউবের প্রধান প্রোডাক্ট অফিসার হিসেবে কাজ করে আসছেন।
তবে, নীল মোহন কবে আনুষ্ঠানিকভাবে ইউটিউবের দায়িত্ব নেবেন তিনি তা এখনো জানা যায়নি।
গুগলে অ্যাড প্রোডাক্টসের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হিসেবে কাজ করার পর ২০১৪ সালে ইউটিউবের সিইও হয়েছিলেন সুজান ওজসিসকি। তিনি গুগলের গোড়ার দিকে অন্যতম কর্মী ছিলেন। প্রায় ২৫ বছর ধরে গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের সঙ্গে যুক্ত আছেন। সম্প্রতি সুজান জানান ‘এখন পরিবার, স্বাস্থ্য ও ব্যক্তিগত কাজের ওপরই জোর দেবো আমি। ’ এই কারণেই তিনি ইউটিউবের সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।
নীল মোহন ২০০৮ সালে গুগলে যোগদান করেন। এরপর ২০১৫ সালে গুগলের অঙ্গপ্রতিষ্ঠান ইউটিউবের চিফ প্রডাক্ট অফিসার হন।