Date: May 18, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / ইউনিয়নকে সিইসির পাল্টা চিঠি, পর্যবেক্ষক পাঠানোর আহ্বান

ইউনিয়নকে সিইসির পাল্টা চিঠি, পর্যবেক্ষক পাঠানোর আহ্বান

September 24, 2023 02:24:19 PM   ডেস্ক রিপোর্ট
ইউনিয়নকে সিইসির পাল্টা চিঠি, পর্যবেক্ষক পাঠানোর আহ্বান

ডেস্ক রিপোর্ট:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) পাল্টা চিঠি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। চিঠিতে তিনি বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক পাঠাতে ইইউর প্রতি আরেকবার আহ্বান জানান।

আজ রোববার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান এ তথ্য জানান।

তিনি জানান, সিইসি ইইউর চিঠির জবাব দিয়েছেন। ওই চিঠিতে বলা হয়েছে, সরকার ও সবার কাছ থেকে যে সাপোর্ট পাচ্ছি, সবার সহযোগিতা নিয়ে আমরা অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হব। আগের মতো সবসময় যে সহযোগিতা পেয়ে এসেছি তা যেন অব্যাহত থাকে, তা আশা করব। আমরা মনে প্রাণে বিশ্বাস করি, ইইউ ছোট পরিসরে হলেও টিম পাঠাবে এবং নির্বাচন পর্যবেক্ষণ করবে।

নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, আমরা সবসময় আশা করব, এনকারেজ করব যেন উল্লেখযোগ্য সংখ্যক দেশি ও আন্তর্জাতিক পর্যবেক্ষক আমাদের নির্বাচন পর্যবেক্ষণ করেন। ইউরোপীয় ইউনিয়ন দ্বাদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না কেন সে বিষয়ে এর আগে নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে। ইইউ পর্যবেক্ষক পাঠাবে না বলেনি, পূর্ণাঙ্গ দল পাঠাবে না বলে জানিয়েছে। কারণ হিসাবে তারা বাজেট স্বল্পতার কথা উল্লেখ করেছে।  

তিনি বলেন, আমরা আশা করতে পারি, যত বেশি পর্যবেক্ষক ইলেকশন প্রসেস মনিটর করবে তত বেশি স্বচ্ছ হবে। আমাদের আশা সবসময় থাকবে। দেশি-আন্তর্জাতিক যত বেশি অবজারভার থাকবে আমাদের জন্য ভালো হবে।