খেলারপত্র ডেস্ক:
বয়স হয়ে গেছে ৩৫, তবে আনহেল দি মারিয়ার খেলায় এর প্রভাব দেখা যাচ্ছে সামান্যই। সবশেষ ইউরোপা লিগে নকআউট রাউন্ডের প্লে-অফের দ্বিতীয় লেগে করেছেন দারুণ এক হ্যাটট্রিক। এই আর্জেন্টাইনের মিডফিল্ডারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ইউভেন্তুস কোচ মাস্সিমিলিয়োনো আল্লেগ্রি। ইউভেন্তুস কোচ বলেছেন, দল হিসেবে তাদের মান বাড়িয়ে দিয়েছেন বিশ্বকাপ জয়ী ফুটবলার।
পিএসজিতে চুক্তির মেয়াদ শেষে চলতি মৌসুমে ফ্রি ট্রান্সফারে ইউভেন্তুসে যোগ দেন দি মারিয়া। এরপর চোট সমস্যার কারণে অনেকটা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে। তবে ফিট থাকলে যে এখনও পার্থক্য গড়ে দিতে পারেন, সেটা আরেকবার দেখিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই খেলোয়াড়।
ইউরোপা লিগের শেষ ষোলোয় জায়গা নিশ্চিতের লড়াইয়ে নঁতের বিপক্ষে গত বৃহস্পতিবার ৩-০ গোলে জেতে ইনভেন্তুস। সবগুলো গোলই করেন দি মারিয়া। প্রথম লেগ ড্র হয়েছিল ১-১ গোলে। দুই লেগ মিলিয়ে ৪-১ অগ্রগামিতায় পরের রাউন্ডে পা রেখেছে সেরি আর ক্লাবটি।
পঞ্চম মিনিটে গোলের খাতা খুলেন দি মারিয়া। ২০তম মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণের পর ৭০তম মিনিটে হেডে পূরণ করে হ্যাটট্রিক। ইউরোপিয়ান প্রতিযোগিতায় ইউভেন্তুসের হয়ে সবশেষ এক ম্যাচে কমপক্ষে তিন গোল করেছিলেন ফিলিপ্পো ইনজাগি, ২০০০ সালে।
নঁতের বিপক্ষে ম্যাচের পর তাই দি মারিয়াকে প্রশংসায় ভাসান আল্লেগ্রি। সামনের পথচলায় ৩৫ বছর বয়সী এই ফুটবলারকে সেরা ছন্দে দেখার আশা তার। “আনহেল (দি মারিয়া) একজন বিশ্ব চ্যাম্পিয়ন। সে এই ইউভেন্তুস দলের মান বাড়িয়ে দেয় এবং আমরা সবাই তাকে পেয়ে খুশি।” “তার মতো কাউকে পাওয়াটা দলের জন্য গুরুত্বপূর্ণ। এখন সে দলকে ভালো করে জানে এবং শারীরিকভাবেও ভালো অবস্থায় আছে।”