Date: September 08, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / ইডেনের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

ইডেনের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

July 15, 2024 12:50:15 PM   নিজস্ব প্রতিনিধি
ইডেনের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

চলমান কোটা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য প্রত্যাহার এবং সরকারি চাকরিতে কোটা বাতিলের একদফা দাবিতে বিক্ষোভ মিছিলে যোগ দিতে ইডেন কলেজের বকুল তলায় জড়ো হওয়া শিক্ষার্থীদের ওপর কলেজ শাখা ছাত্রলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে৷

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা৷

আজ সোমবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, চলমান কোটা ইস্যুতে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিলে অংশ নিতে তারা জড়ো হচ্ছিলেন। ছাত্রলীগের নেত্রী ও কর্মীরা এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায়৷ পরে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে ইডেন কলেজের সামনে হাজির হন সাধারণ শিক্ষার্থীরা৷ এরপর গেটের তালা ভেঙে ইডেন কলেজ শিক্ষার্থীরা রাস্তায় বের হয়ে আসেন। পরে ঢাকা কলেজ, ইডেন কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।

ইডেন কলেজের শিক্ষার্থী সুমাইয়া বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিলে অংশ নিতে জড়ো হচ্ছিলাম৷ এ সময় ছাত্রলীগ এসে আমাদের ওপর হামলা চালায়। পর ঢাকা কলেজ থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে আসলে আমরা গেটের তালা ভেঙে বের হয়ে যাই।
হামলার বিষয়ে জানতে চাইলে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা জাগো নিউজকে বলেন, বকুল তলায় কোনো সাধারণ শিক্ষার্থী ছিল না। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কিছু মেয়ে ছিল। আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা যখন আসছিলাম তখন তারা আমাদের কয়েকজনের ওপর হামলা চালায় তারা৷ আমাদের কয়েকজন কর্মীকে কামড়ও দেয়৷ এরপর দুই গ্রুপ হাতাহাতিতে জড়ায়। আমরা কোনো হামলা করিনি।