বার্সেলোনার সমর্থকদের মনে কিঞ্চিত আশা ছিল, হয়তো কোনো একদিন মেসি ফিরবেন তার প্রাণের ক্লাবে। কিন্তু মেসি নিজেই তাদের সেই আশায় ঘি ঢেলে দিলেন। নিজের ফুটবল ক্যারিয়ার কোন ক্লাবে শেষ করবেন, সেটি জানালেন এই বিশ্বচ্যাম্পিয়ন।
ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানালেন, ইন্টার মিয়ামিই তার ফুটবল ক্যারিয়ারের শেষ ক্লাব। এই ক্লাবে খেলেই ফুটবলের ইতি টানবেন।
৩৬ বছর বয়সী মেসি চলতি মাসেই ৩৭-এ পা দেবেন। সাক্ষাৎকারে মেসি বলেন, 'হ্যাঁ, আমার মনে হয় ইন্টার মিয়ামিই আমার শেষ ক্লাব। বর্তমানে আমার মনে হচ্ছে মিয়ামিই আমার শেষ ক্লাব।'
মিয়ামির হয়ে এখন পর্যন্ত ২৯ ম্যাচ খেলে ২৫ গোল ও ১৬ অ্যাসিস্ট করেছেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। মিয়ামিকে ক্লাবের ইতিহাসে প্রথম কোনো ট্রফিও জিতিয়েছেন মেসি।
তবে সহসাই ফুটবল ছাড়ছেন না মেসি। তিনি বলেন, 'আমি এখনই ফুটবল ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত নই। সারাজীবন আমি এটাই করে আসছি। আমি খেলতে ভালোবাসি এবং অনুশীলন ও ম্যাচ খেলতে ভালোবাসি। তবে আমি কিছুটা ভয় পাচ্ছি যে সব এভাবে শেষ হয়ে যাচ্ছে।'
ইউরোপ ছেড়ে আসার ব্যাপারে মেসি বলেন, 'ইউরোপ থেকে এখানে আসাটা সহজ ছিল না। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে এখানে আসা এবং সবকিছু ভিন্নভাবে দেখা। আমি সবকিছু উপভোগ করতে চাই, যে কারণেই এখানে আসা। আমার খেলার বেশি সময় নেই আর সে ব্যাপারে আমি সতর্ক আছি।'
আর্জেন্টিনা তাদের কোপা আমেরিকার যাত্রা শুরু করবে কানাডার বিপক্ষে বৃহস্পতিবার।