এক ঘণ্টা পার হতে না হতেই হারিয়ে বসলো ৫টি উইকেট। এরপর বিরাট কোহলি আর শ্রিকার ভারত চেষ্টা করেছিলেন বিপর্যয় কাটানোর। কিন্তু যে উইকেটটি ভারতীয়রা তৈরি করলো অস্ট্রেলিয়ানদের ফাঁদে ফেলার জন্য, সে উইকেটে উল্টো তারা নিজেই ফাঁদে পড়ে গেলো।
কোহলি আর শ্রিকারের লড়াইও থামিয়ে দিলেন দুই স্পিনার টড মারফি এবং নাথান লিওন। যার ফলে ইন্দোর টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই ৭টি উইকেট হারিয়ে বসেছে ভারত। রান করেছে ৮৪।
মূলত অস্ট্রেলিয়ার তিন স্পিনারই ধ্বসিয়ে দিচ্ছে ভারতীয় ব্যাটিং লাইনআপ। যে লোকেশ রাহুলকে নিয়ে তুমুল সমালোচনা, সেই রাহুলকে সরিয়ে আনা হলো শুভমান গিলকে। তিনিও আউট হলেন কেবল ২১ রান করে।
রোহিত শর্মাকে দিয়ে উইকেট উৎসব শুরু করে অস্ট্রেলিয়া। দলীয় ২৭ রানের মাথায় ম্যাথিউ কুহনেম্যানের বলে এগিয়ে এসে খেলতে চেষ্টা করে ব্যর্থ হন রোহিত। পেছনে বল ধরেই স্ট্যাম্প ভেঙে দেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারে।
শুভমান গিল শুরু থেকেই ছিলেন যেন মারমুখি। ১৮ বলে ২১ রানই যার প্রমাণ। কিন্তু বাঁ-হাতি স্লো অর্থোডক্স কুহনেম্যানের বলে বিভ্রান্ত হলেন তিনি। ক্যাচ তুলে দিলেন স্মিথের হাতে। চেতেশ্বর পুজারা মাঠে নামলেন আর উঠলেন। মাত্র ৪ বল মোকাবেলা করে নাথান লিওনের বলে হলেন বোল্ড।
রবিন্দ্র জাদেজা ইনজুরি থেকে ফিরে আসার পর যেভাবে ফর্মের চূড়ায় রয়েছেন, তাতে মনে হচ্ছিলো তিনিই হয়তো এবার হাল ধরবেন। স্পিনের বিপক্ষে খেলতেও তিনি দারুণ ওস্তাদ। কিন্তু নাথান লিওনের বলে কুহনেম্যানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ৯ বলে করেন কেবল ৪ রান।
স্রেয়াশ আয়ার এলেন আর গেলেন। মাত্র ২ বল মোকাবেলা করে কোনো রানই করতে পারলেন না তিনি। বিরাট কোহলি ২২ রান করে আউট হলেন। টড মারফির বলে এলবিডব্লিউ হয়ে গেলেন কোহলি। ৫২ বল খেলে মাত্র ২২ রান করে আউট হয়ে যান তিনি।
এ রিপোর্ট লেখার সময়, ৭ উইকেট হারিয়ে ৮৪ রান নিয়ে লাঞ্চ বিরতিতে ভারত। ৬ রান নিয়ে অক্ষর প্যাটেল এবং ১ রান নিয়ে রবিচন্দ্রন অশ্বিন ব্যাট করছেন। ৩টি করে উইকেট নিয়েছেন নাথান লিওন, ম্যাথিউ কুহনেম্যান। একটি উইকেট নেন টড মারফি।