Date: December 26, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / ইংল্যান্ডের বিপক্ষে টস জিতেছে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে টস জিতেছে বাংলাদেশ

March 01, 2023 11:52:49 AM   ক্রীড়া প্রতিবেদক
ইংল্যান্ডের বিপক্ষে টস জিতেছে বাংলাদেশ

৭ বছর পর ইংলিশদের বিপক্ষে আরও একটি ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। এবার সুযোগ আক্ষেপ ঘোচানোর। সেই লক্ষ্যে প্রথম ওয়ানডেতে টস জিতেছে স্বাগতিক দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার জানিয়েছেন, তিনিও টস জিতলে ব্যাটিং নিতেন।  

বাংলাদেশ আজ তিন স্পিনার ও দুই পেসার নিয়ে একাদশ সাজিয়েছে। বিপরীতে ইংল্যান্ড তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে। তবে তাদেরও তিন স্পিন বোলিং অপশন রয়েছে।

সর্বশেষ ঘরের মাঠে খেলা ভারত সিরিজ থেকে তিনটি পরিবর্তন এসেছে। তামিম ইকবালের সঙ্গে ফিরেছেন তাইজুল ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। বাদ পড়েছেন ইয়াসির আলী, এবাদত হোসেন ও এনামুল হক।

টেস্ট খেলুড়ে সবগুলো দেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও ইংল্যান্ডকে কখনো হারাতে পারেনি বাংলাদেশ। ২০১৬ সালে সুযোগ পেয়েও সেটি হাতছাড়া করেছে। সেবার হার দিয়ে শুরু হয়েছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুরে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় যদিও। তবে চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে হেরে জয়ের সুযোগ হাতছাড়া করে মাশরাফির দল। এবার সুযোগ সেই আক্ষেপ ঘোচানোর।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার, উইলি জ্যাকস, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার ও মার্ক উড।