খেলারপত্র ডেস্ক:
আবারও এক নতুন চ্যাম্পিয়নকে পেল অল ইংল্যান্ড ক্লাব। ২০১৭ সাল থেকেই মহিলাদের বিভাগে কোনও খেলোয়াড়ই শিরোপা ধরে রাখতে পারেননি। এবারও তার ব্যতিক্রম ঘটল না। শনিবার চেক প্রজাতন্ত্রের মার্কেতা ভন্দ্রোসোভা স্ট্রেইট সেটে তিউনেশিয়ার ওনস জাবেরকে ৬-৪, ৬-৪ গেমে উড়িয়ে দিলেন, ইতিহাস লিখে উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন ভন্দ্রোসোভা। টেনিসের ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের ওপেন যুগে প্রথম কোনও অবাছাই খেলোয়াড় হিসেবে ট্রফি জিতে নজির গড়লেন ভন্দ্রোসোভা।
শনিবারের ফাইনালে জাবেরের বিপক্ষে ভন্দ্রোসোভার পারফর্মেন্স এতটাই বিধ্বংসী ছিল যে, এটি ফাইনাল ছিল নাকি প্রথম রাউন্ডের ম্যাচ বোঝা মুশকিল! প্রথম রাউন্ড থেকে জাবেরের আগ্রাসী খেলা দেখে আসছিলেন উইম্বলডনের দর্শকেরা।
সময়ের সঙ্গে সঙ্গে তিনি আরও আগ্রাসী হয়ে উঠছিলেন। কিন্তু ফাইনালে ভুল করার রোগ তার এখনো সারেনি। এই ম্যাচে তার ‘আনফোর্সড এরর’ (অনিচ্ছাকৃত ভুল) ছিল ৩১টি! যেখানে মাত্র ১৩টি ভুল করেছেন ভন্দ্রোসোভা। প্রথম সেটে এক সময় জয়ের অবস্থায় ছিলেন জাবের।
কিন্তু টানা চারটি গেম জিতে ম্যাচ ঘুরিয়ে দেন ভন্দ্রোসোভা। দ্বিতীয় গেমের শুরু থেকে ভন্দ্রোসোভা আরও আগ্রাসী হয়ে ওঠেন। প্রথম গেমেই তিনি জাবেরকে ব্রেক করেন। পরের সেটে জাবেরও ব্রেক করেন ভন্দ্রোসোভাকে। চতুর্থ গেমে আবার ভন্দ্রোসোভাকে ব্রেক করে ৩-১ সেটে এগিয়ে যান। পরের সেটেও ভন্দ্রোসোভা পরের সেটে ব্রেক করেন জাবেরকে। তাই ৪-৩ সেটে এগিয়ে গিয়েও ম্যাচ ধরে রাখতে পারেননি জাবের। টানা তিনটি গেম জিতে শিরোপা উঁচিয়ে ধরেন ভন্দ্রোসোভা।