Date: December 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / উইম্বলডন শিরোপা: অভিজ্ঞতা বনাম তারুণ্যের লড়াইয়ে শেষ হাসিটা আলকারাজের

উইম্বলডন শিরোপা: অভিজ্ঞতা বনাম তারুণ্যের লড়াইয়ে শেষ হাসিটা আলকারাজের

July 17, 2023 02:51:18 PM   ক্রীড়া ডেস্ক
উইম্বলডন শিরোপা: অভিজ্ঞতা বনাম তারুণ্যের লড়াইয়ে শেষ হাসিটা আলকারাজের

খেলারপত্র ডেস্ক:
টেনিস বিশ্বকে স্প্যানিশ যোদ্ধা কার্লোস আলকারাজ জানিয়ে দিলেন, আগামীর নক্ষত্র এসে গেছে। অভিজ্ঞতা বনাম তারুণ্যের লড়াইয়ে শেষ হাসিটা হাসতে পারলেন না সার্বিয়ান কিংবদন্তি নোভাক জকোভিচ। উইম্বলডনের শিরোপা জিতেই মধুর প্রতিশোধ নিলেন ২০ বছর বয়সী আলকারাজ।
রোববার (১৬ জুলাই) সেন্টার কোর্টে ফাইনালে ১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে জকোভিচকে হারান আলকারাজ। জেতেন ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম। যার সুবাদে ১০ বছর পর উইম্বলডনের রানার্সআপ ট্রফি উঠল জকোভিচের হাতে।
নোভাক জকোভিচের বিপক্ষে প্রথম সেটে পিছিয়ে পড়েছিলেন আলকারাজ। পরে অবশ্য দুই সেট জিতে জকোভিচকে পেছনে ফেলেন তিনি। চতুর্থ সেটে জকোভিচও ঘুরে দাঁড়ায়। ম্যাচ গড়ায় পঞ্চম সেটে। সেখানে হাসিটি ছিল আলকারাজেরই। হয়ে গেলেন উইম্বলডনের নতুন ‘রাজা’।
গত বছর ইউএস ওপেন জিতে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ গ্রহণ করেছিলেন আলকারাজ। অনবদ্য সেই সাফল্যে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ছেলেদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার রেকর্ডও গড়েন তিনি। তৃতীয় কম বয়সী খেলোয়াড় হিসেবে উইম্বলডন শিরোপা জিতলেন আলকারাজ। এতে বাড়ল উইম্বলডনে গত চার আসরের চ্যাম্পিয়ন ৩৬ বছর বয়সী সার্বিয়ান তারকা জকোভিচের টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের অপেক্ষা।
বছরের প্রথম দুটি গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন জেতেন জকোভিচ। এর মধ্যে ফরাসি ওপেনের সেমিতে জকোভিচের কাছে হারতে হয়েছিল আলকারাজকে। উইম্বলডনের ফাইনালেও ফেভারিট ছিলেন জকোভিচ। তবে সবকিছু ছাপিয়ে নতুন ইতিহাস গড়লেন আলকারাজ। নিলেন মধুর এক প্রতিশোধ।