ওবায়দুল হক বাদল:
‘উগ্রবাদ, ধর্মব্যবসা ও অপরাজনীতির বিরুদ্ধে হেযবুত তওহীদ যে সংগ্রাম করে চলেছে, এ সংগ্রাম চলবে। যতদিন না বাংলার মাটি থেকে এই উগ্রবাদ, ধর্মব্যবসা ও অপরাজনীতির মূলোৎপাটন করা সম্ভব হবে ততদিনে সমাজে শান্তি ফিরে আসবে না।’ বলে মন্তব্য করেছেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
তিনি গতকাল শনিবার সকাল নয় টায় রাজধানীর গেন্ডারিয়ায় জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
তিনি বলেন, লেবাসধারী এক শ্রেণির ভণ্ড আলেমদের স্বার্থবাদী উগ্র কর্মকাণ্ডের কারণে ইসলামের গায়ে আজ কালিমা লিপ্ত হয়েছে। আর এদের মুখোশ উন্মোচন করায় তারা হেযবুত তওহীদের বিরুদ্ধে ওয়াজ মাহফিলে মিথ্যাচার, অপপ্রচার, প্রোপাগান্ডা চালিয়ে আসছে। তিনি উগ্রবাদী ধর্মব্যবসায়ীদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার করে কোনো লাভ হবে না। হেযবুত তওহীদ সত্য নিয়ে এসেছে। মিথ্যার ধ্বংস এবার অনিবার্য। এসময় ধর্মব্যবসায়ীদের বিভিন্ন অপপ্রচারের কড়া জাবাব দেন হেযবুত তওহীদের এই নেতা।
তিনি বলেন, একাত্তরে লাখো প্রাণের বিনিময়ে স্বাধীন হওয়া প্রিয় জন্মভূমি বাংলাদেশকে নিয়ে আজকে গভীর চক্রান্ত চলছে। পশ্চিমাদের অনুকরণে রাজধানীতে হেযবুত তওহীদের আহ্বান জানান।
এর আগে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি, হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের উপদেষ্টা খাদিজা খাতুন, নারী এবং শিল্প ও বাণিজ্য সম্পাদক রুফায়দাহ পন্নী, রংপুর বিভাগীয় আমীর মশিউর রহমান, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত তিজান মাখদুমা পন্নী, দৈনিক বজ্রশক্তির সম্পাদক এসএম সামসুল হুদা, দৈনিক দেশেরপত্রের সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শফিকুল আলম উখবাহ, উপদেষ্টা মন্ডলির সদস্য জাফর আহম্মেদ, কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক সাইফুর রহমান, যুগ্ম নারী বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ধ্রুব পদ পাল প্রমুখ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা জেলার সাধারণ সম্পাদক মো. ইউনুস মিয়া, গুলশান জোনের সভাপতি ফরিদ উদ্দিন রব্বানী, ঢাকা উত্তরা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু প্রমুখ।
দিনব্যাপী এ অনুষ্ঠানে সকাল থেকেই ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে হেযবুত তওহীদের সদস্য ও নেতাকর্মীগণ দলে দলে উপস্থিত হতে থাকেন। নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। সকাল ১০টায় হেযবুত তওহীদের সদস্য হাফেজ ক্বারী মো. আসাদ মিয়ার কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পরিবেশিত হয় হেযবুত তওহীদের দলীয় সঙ্গীত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত ‘আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান’ গানটি। এরপর একে একে শুভেচ্ছা বক্তব্য দেন বিশেষ অতিথি ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ।
অনুষ্ঠানের এক পর্যায়ে অনুষ্ঠানের প্রধান অতিথিকে হেযবুত তওহীদের ঢাকা বিভাগের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও পবিত্র ঈদুল ফিতর ও আজহায় সর্বোচ্চ পত্রিকা বিক্রয়কারী জেলাশাখা ও ব্যক্তি, প্রকাশনা বিক্রিতে সর্বোচ্চ বিক্রয়কারী জেলাশাখা ও ব্যক্তি, মূমূর্ষ রোগীদের রক্তদানকারী, কৃষি বিভাগে বিশেষ অবদানসহ মোট ২৬ ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
এর আগে অনুষ্ঠানস্থলে একাধিক প্রজেক্টরের মাধ্যমে হেযবুত তওহীদের বিভিন্ন কার্যক্রম ও হেযবুত তওহীদের উদ্যোগে দেশজুড়ে বহুমুখী উন্নয়ন প্রকল্পের উপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এসময় সোনাইমুড়ীর চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সদ্য প্রায়ত শিক্ষার্থী সাব্বিরের মহাপ্রয়াণে শোক প্রস্তাবনা পেশ করে তার স্মরণে বিশেষ ডকুমেন্টরি প্রদর্শিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোর’আন থেকে তেলাওয়াত করেন হেযবুত তওহীদের সদস্য হাফেজ ক্বারী মো. আসাদ মিয়া।
অনুষ্ঠান শেষে মাটি মিউজিকের সৌজন্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।