Date: September 08, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / উল্টো পথে যেতে বাধা দেওয়া কর্তব্যরত ট্রাফিক সদস্যের ওপর হামলা, গ্রেপ্তার ১

উল্টো পথে যেতে বাধা দেওয়া কর্তব্যরত ট্রাফিক সদস্যের ওপর হামলা, গ্রেপ্তার ১

December 26, 2023 10:20:45 AM   ডেস্ক রিপোর্ট
উল্টো পথে যেতে বাধা দেওয়া কর্তব্যরত ট্রাফিক সদস্যের ওপর হামলা, গ্রেপ্তার ১

ডেস্ক রিপোর্ট:


উল্টো পথে যেতে বাধা দেওয়ায় কর্তব্যরত ট্রাফিক কনস্টেবলের ওপর হামলার ঘটনায় জড়িত ইসমাইল হোসেন জীবন (২৪) নামে এক হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৫ ডিসেম্বর) তাকে রংপুর জেলার গঙ্গাচরা থানার গঙ্গাচড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জাফর হোসেন এ তথ্য জানান।

ডিসি জাফর বলেন, কামরাঙ্গীরচর থানার বেড়িবাঁধ এলাকায় গত ২০ ডিসেম্বর সিটি কর্পোরেশনের একটি ময়লাবাহী ভ্যানগাড়ি উল্টো পথে যাওয়ার সময় ট্রাফিক পুলিশের কনস্টেবল মতিয়ার রহমান (৫০) বাধা দেন। এ নিয়ে পুলিশ সদস্যের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে যান জীবন। তার পরদিন একই স্থানে দায়িত্বরত থাকা অবস্থায় মতিয়ারের ওপর  কাঠের স্ট্যাম্প দিয়ে মাথায় আঘাত করেন। এতে কনস্টেবল মতিয়ারের মাথা ফেটে যায় ও গুরুতর আহত হন।

পরবর্তীতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে পরবর্তীতে ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত ট্রাফিক সদস্যের ছেলে সাব্বির বাদী হয়ে অজ্ঞাত আসামির বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা করেন।

লালবাগ পুলিশ আরও জানায়, ঘটনাস্থল ও আশপাশের সিসি টিভি ফুটেজে আসামি জীবনের হামলার বিষয়টি সামনে আসে। পরবর্তীতে জীবনকে রংপুর গঙ্গাচরা থানা এলাকা গ্রেপ্তার করা হয়। পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে।