তরিকুল ইসলাম, সিরাজগঞ্জ:
সারাদেশে চলছে বিজয়া দশমীর উৎসব। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মঙ্গলবার শেষ হয় বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় এ উৎসব। তেল-সিঁদুর পরিয়ে, পান, মিষ্টি মুখে দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাতে সিরাজগঞ্জ সদরের পুরাতন জেলখানা ঘাট এলাকায় ভিড় করেন ভক্ত ও অনুরাগীরা। এ সময় নানা ধর্ম, শ্রেণি ও পেশার মানুষের অংশগ্রহণে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান হাজারো মানুষের মিলনমেলায় পরিণত হয়। ফলে উৎসব মুখর ছিল পুরাতন জেলখানা ঘাট এলাকা। গত মঙ্গলবার বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হয়। উৎসবের শেষ দিনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাক্তার হাবিবরে মিল্লাত মুন্না এমপিসহ সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।