Date: January 28, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / প্রযুক্তি / এআই ব্রাউজার চালু হলো

এআই ব্রাউজার চালু হলো

September 02, 2023 08:25:06 AM   প্রযুক্তি ডেস্ক
এআই ব্রাউজার চালু হলো

প্রযুক্তি ডেস্ক: 

আইওএস অপারেটিং সিস্টেমে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা ‘আরিয়া এআই’ চালুর ঘোষণা দিয়েছে ওয়েব ব্রাউজার কোম্পানি অপেরা। জুনে ফিচারটি প্রথম চালু হয় অপেরা ব্রাউজারের ডেস্কটপ সংস্করণে। সে সময় চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি ওপেনএআইয়ের সঙ্গেও চুক্তিবদ্ধ হয়। অপেরা বলছে, ফিচারটি এখন থেকে সব শীর্ষ ডেস্কটপ ও মোবাইল প্ল্যাটফরমে পাওয়া যাবে। এরই মধ্যে এর ডেস্কটপ ও অ্যান্ড্রয়েড সংস্করণে ১০ লাখের বেশি ব্যবহারকারী যুক্ত হয়েছেন বলে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট উল্লেখ করেছে।

মাইক্রোসফটের ‘বিং কোপাইলট’ এবং সার্চ জায়ান্ট গুগলের ‘সার্চ জেনারেটিভ এক্সপেরিয়েন্সের’ মতোই আরিয়া ফিচারটি বিভিন্ন সক্রিয় ওয়েবপেজে থাকা তথ্যের ভিত্তিতে ব্যবহারকারীর প্রশ্নের জবাব দেয়। বিভিন্ন রিয়েলটাইম ওয়েবপেজের ফলাফল পেতে অপেরার ‘কম্পোজার’ ফিচারের মাধ্যমে ওপেনএআইয়ের জিপিটি এপিআইতে প্রবেশ করে এই সহায়ক ব্যবস্থা। এআই চ্যাটবটটি ব্যবহারের ক্ষেত্রে অপেরা অ্যাকাউন্ট থাকার বাধ্যবাধকতা আছে। ‘এই কৃত্রিম বুদ্ধিমত্তা পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে নিজ পছন্দের ভিত্তিতে ফিচার বেছে নেওয়ার সুযোগ পাবেন আপনি।’ লিখেছে কোম্পানিটি। ‘ফিচারটি একবার সক্রিয় করলে বিভিন্ন বুদ্ধিদীপ্ত তথ্য, উদ্ভাবনী আইডিয়া ও প্রতিক্রিয়াশীল ভয়েস কমান্ডের সুবিধা পাওয়া যায়।’প্রতিবেদনে লিখেছে টেকক্রাঞ্চ। ফিচারটি পাওয়া যাবে অপেরার ‘আইওএস’ সংস্করণের ‘মোর’ মেনুতে। এই চ্যাটবট ছাড়াও অ্যাপের আইওএস সংস্করণে পাওয়া যাবে ‘বিল্ট-ইন অ্যাড ব্লকার’ ও ‘অ্যাপল ইন্টেলিজেন্ট ট্র্যাকিং প্রিভেনশন’ নামের ফিচার, যা বিভিন্ন সাইট থেকে ব্যবহারকারীকে ‘ট্র্যাক করার’ সুবিধা সীমিত করে দেয়। ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ‘বিল্ট-ইন ভিপিএন’ও চালু করেছে অপেরা। ১৭ আগস্ট থেকে অ্যাপের নতুন আপডেটে আরিয়া চ্যাটবট ব্যবহারের সুবিধা পাচ্ছে ১৮০টি দেশ। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও।