স্টাফ রিপোর্টার:
২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ রোববার গণভবনে (২৬ নভেম্বর) বেলা ১১টার কিছু আগে কম্পিউটারের বোতাম চেপে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের (২০২৩) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী নিবন্ধন করেছে। এর মধ্যে ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন ছেলে এবং ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন মেয়ে। গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪। গতবার এই হার ছিল ৮৫ দশমিক ৯৫। এ বছর পাসের হার কমেছে ৭ দশমিক ৩১ শতাংশ।
প্রতিবারের ন্যায় এবানো হেযবুত তওহীদ আন্দোলনের এক ঝাঁক তরুণ-তরুণী সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে। তাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আন্দোলনটির চেয়ারম্যান এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এবং তাদের শিক্ষা ও জ্ঞান যেন দেশ, জাতি, মানবতার কল্যাণে ব্যবহার করতে পারে তার জন্য দোয় করেন।
এবছর উত্তীর্ণ শিক্ষার্থীরা হলেন- মতিঝিল শাখার নওশীন আমিন, পিতা: আমিনুল ইসলাম; নওশীন সিদ্ধেশরী গার্লস কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ- ৪.৭৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
মতিঝিল শাখার সরিয়া বিনতে মাহফুজ ও গাজওয়া বিনতে মাহফুজ, পিতা- কাজী আব্দাল্লাহ্ আল মাহ্ফুজ; দুই সহোদরা মাদারটেক আব্দুল আজিজ স্কুল এন্ড কলেজ থেকে যথাক্রমে ব্যবসা শাখায় জিপিএ- ৩.০০ ও জিপিএ- ৩.৬৭ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
মতিঝিল শাখার ইমরোজ তওফিক, পিতা- ফিরোজ মেহেদি; সে খিলগাঁও সরকারি কলোনি স্কুল এন্ড কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ- ৪.২৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
গুলশান শাখার রামিছা ফারিহা, পিতা- গুলশান শাখার ফরিদ উদ্দিন রব্বানি। সে ধানমন্ডি আইডিয়াল কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ- ৪.৪২ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
গুলশান শাখার ঈশা শিকদার, পিতা- আবু বকর শিকদার। সে ঢাকা ইমপিরিয়াল কলেজ, আফতাবনগর থেকে বাণিজ্য বিভাগ থেকে জিপিএ- ৪.০৮ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
যাত্রাবাড়ী শাখার মো. নিয়াম শরিফ, পিতা- রফিকুল ইসলাম শরিফ; সে ঢাকা সিটি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ: ৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
উত্তরা শাখার জান্নাতুল ফেরদৌস, পিতা- জামাল উদ্দিন; সে নবাব সিরাজ উদ-দৌলা কলেজ, কুষ্টিয়া থেকে মানবিক বিভাগ থেকে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে।
উত্তরা শাখার জোবাইদা খাতুন জুঁই, পিতা- জোনায়েদ হোসেন; সে আইইএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উত্তরা থেকে বাণিজ্য বিভাগে জিপিএ- ৪.০৮ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
উত্তরা শাখার সাব্বির বিন ইসমাইল, পিতা- মো. ইসমাইল হোসেন; সে মাদারটেক আব্দুল আজিজ স্কুল এন্ড কলেজ থেকে বাণিজ্য বিভাগে জিপিএ- ৩.৭৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
পটুয়াখালী শাখার নুর -ঈ- জান্নাত, কাইয়ুম উদ্দিন জুয়েল; সে পটুয়াখালী সরকারি মহিলা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ- ৪.০৮ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
সবাই দেশবাসীর কাছে দোয়া কামনা করেছে; তারা যেন তাদের তরুণ্য, মেধা ও যোগ্যতাকে জাতির উন্নয়ন, অগ্রগতির কাজে লাগাতে পারে।